Goa Trip: সস্তায় স্বপ্নপূরণ! ১০ হাজার পকেটে নিয়ে ঘুরে আসুন গোয়া

করোনার চাপে এতদিন বাড়িতে বসে দমবন্ধ। তবে পরিস্থিতি একটু হলেও এখন স্বাভাবিক। তাই মনও ইতিউতি করছে। বাঙালির তো আবার পায়ের তলায় সর্ষে। তা বলি গোয়া…

Goa Trip

করোনার চাপে এতদিন বাড়িতে বসে দমবন্ধ। তবে পরিস্থিতি একটু হলেও এখন স্বাভাবিক। তাই মনও ইতিউতি করছে। বাঙালির তো আবার পায়ের তলায় সর্ষে। তা বলি গোয়া যাবেন নাকি! কি বললেন? প্রচুর খরচ? আজ্ঞে না। মাত্র ১০ হাজার টাকায় কী করে গোয়া (goa) ঘুরবেন, তার প্ল্যান বাতলে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। সামনেই পুজো, তাই এবার রইল সস্তায় মিশন গোয়া ট্রিপ।

গোয়া ভ্রমণ মানেই যে প্লেনে টিকিট কেটে ফেলতে হবে এমনটা নয়। ট্রেনে করেই পৌছে যেতে হবে গোয়া, এতে ভাড়া কম লাগবে। এরপরই আসে সঠিক সময়ের কথা। কোন সময় গেলে খরচ কমে যায়। গোয়াতে শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে সিজন। এই সময়টা বাদ দিয়েই যাওয়া যেতে পারে গোয়া। তাহলে জিনিসপত্রের জদামও অনেকটা কম থাকে।

বিশাল বিলাসবহুল হোটেল বুকিং না করে কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রেখে বুক করে ফেলতে হবে হোটেল। সিজনে গেলে খাবারের দাম খুব বেশি গোয়াতে। তবে একটা সিক্রেট বলি। অফ সিজনে গোয়া কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি। বাজেটের রেস্তোরা অঢেল রয়েছে গোয়াতে।

আর একটি বড় খরচ হল গাড়ি। তবে গাড়ি ভাড়া না করে যদি স্কুটার ভাড়া করে নেওয়া যায় ঘোরার জন্য, তা সব থেকে বেশি সুবিধে হয়। খরচ পড়ে দিন পিছু ৫০০ থেকে ৬০০ টাকা। দেখুন, ঠিকভাবে প্ল্যান করলে গোয়ার মত খরুচে আর দামী জায়গা থেকে ১০ হাজার টাকায় ঘুরে আসতে পারবেন। পকেট বাঁচবে, সাথে ভরবে মনও।