Lalganj: ছোট্ট ছুটিতে বেড়ানোর সেরা ঠিকানা লালগঞ্জ

Lalganj

বেড়াতে যেতে কে না ভালবাসেন! রোজকার একঘেয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই ক্লান্তি আসে জীবনে। কাজেই হাওয়া বদল জরুরি। ছোট্ট ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেলে মন হয়ে ওঠে চনমনে। কেউ যেমন অরণ্যের গভীরে আশ্রয় নেন, কেউ বেড়াতে যান পাহাড়ের কোলে। আবার সমুদ্রও ভালবাসেন অনেকে। এখন পর্যটক মানচিত্রে নিজস্ব পরিচিতি করে নিয়েছে সামুদ্রিক ঠিকানা লালগঞ্জ (Lalganj)।

তাহলে লালগঞ্জই কি হয়ে উঠবে আপনার আগামী ট্রাভেল ডেসটিনেশন? কলকাতা থেকে দূরত্বও বেশি নয়। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই। শহরের সীমানা ছাড়িয়ে পৌঁছতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। ঝাউবনের মন মাতানো পরিবেশে দারুণ কাটবে দুটো দিন।

   

এই সমুদ্র সৈকতে দেখা মিলবে লাল কাঁকড়ার। তবে ভালো থাকার জায়গা এখনও গড়ে ওঠেনি লালগঞ্জে। প্রাকৃতিক শোভার কারণে অনেক পর্যটক এখন ভিড় জমাচ্ছেন এই জায়গায়। ট্রেনেও যাওয়া যায় লালগঞ্জে। সেক্ষেত্রে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানার ট্রেন ধরে নামখানা জংশনে নামুন। স্টেশনের বাইরে অনেক টোটো অপেক্ষা করছে আপনাকে সমুদ্র সৈকতে পৌঁছে দেওয়ার জন্য।

এখানে রয়েছে বিচ স্টে। তাঁবুতে আপনি পাবেন সমস্ত রকম সুবিধে। এই তাঁবুগুলোতেই রাত্রিবাস করতে পারেন। অথবা সকালে বেরিতে রাতের মধ্যেই আবার ফিরে আসুন বাড়িতে। এই গরমে লালগঞ্জে গেলে ভালোই লাগবে। সামুদ্রিক হাওয়া জুড়িয়ে দেবে মন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন