Fazi: হাঁসফাঁস গরমে নাজেহাল, ঘুরে আসুন ফাজি থেকে

Fazi

বেড়াতে যেতে কে না ভালোবাসেন। রোজকার একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে চান সকলেই। প্রকৃতির সান্নিধ্য পাওয়ার চেয়ে বেশি স্বাদ হয়ত বা আর কিছুতেই নেই। ভ্রমণপ্রেমী হলে তো কোনও কথাই নেই। আপনি কি পাহাড় পছন্দ করেন? কলকাতায় গরমের যা অবস্থা! প্রায় চল্লিশ ছুঁই ছুঁই। কলকাতার গরম থেকে বাঁচতে বেড়াতে যেতে পারেন উত্তরবঙ্গে। ঘরের কাছেই আরশিনগর– ফাজি (Fazi)।

শিয়ালদহ থেকে রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে পরদিন নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। উত্তরবঙ্গকে যেন দুহাতে সাজিয়েছেন প্রকৃতির দেবতা। এর এই কারণেই সুযোগ পেলে উত্তরবঙ্গে ভিড় জমান রাশি রাশি পর্যটক। নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনেই পাওয়া যায় ভাড়ার গাড়ি। রোহিনি হইয়ে যেতে হবে কার্শিয়াঙের দিকে। রোহিনি অল্প সময়ের জন্য নেমে টিম্বুর রেস্তোরাঁয় মোমোর স্বাদ নিন।

   

পাহাড়ি পথ দেখতে দেখতে একসময় আপনি পৌঁছে যাবেন ফাজিতে। জায়গাটি নির্জন এবং কোলাহলমুক্ত। এখন এখানে গড়ে উঠেছে বেশ কিছু হোম স্টে। চাহিদা মতো থাকার মিলে যাবে। খাওয়াদাওয়ারও সুবিধে আছে। দেখার মধ্যে রয়েছে বেল্টার কা খোলা নদী। এই নদীর পাশে বসে থাকলেই মনে আসবে প্রশান্তি। কলকাতার চেয়ে তাপমাত্রা অনেকটাই কম বলে এই সময় গিয়ে বেশ আরাম পাবেন।

এখান থেকে খুব কাছেই দার্জিলিং। হাতে সময় থাকে দার্জিলিঙেও ঘুরে আসতে পারেন। তাহলে আর দেরি কেন আজই ট্যুর প্ল্যান করে ফেলুন। আগে থেকে ফার্ম স্টে বুক করে যাওয়া ভালো। সুরক্ষার ফার্ম স্টে-র ফোন নম্বর 7047632072. প্রতিদিন থাকার জন্য খরচ ১৫০০ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন