Skin care: মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন দুধের সর, দাবি বিশেষজ্ঞদের

Discover the Secret to Radiant Skin: Milk Cream for Restoring Facial Glow

গ্রীষ্মকালে শরীরে পাশাপাশি ত্বকের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কারণ গ্রীষ্মকালে গরমের পাশাপাশি ধুলোবালি পরিমাণ অনেকটাই বেড়ে যায় যার ফলে মুখে জমতে শুরু করে ময়লা অন্যদিকে দূষণ মুখের জেল্লা নষ্ট করে দেয় সহজেই। তাই শরীরের পাশাপাশি ত্বকের যত্ন (Skin care) নেওয়া খুবই জরুরি। অন্যদিকে অতিরিক্ত গরম আমাদের মুখে তৈলাক্ত ভাব লক্ষ্য করা যায়, কারণ মুখের মধ্যে থাকা অসংখ্য রং কুপের মাধ্যমে ঘাম বেরোতে শুরু করে এবং সেখানেই জমে যায় ধুলোবালি।

Advertisements

বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ঠান্ডা জলে মুখ ধোয়া খুবই জরুরি কারণ তার ফলে মুখের মধ্যে জমে থাকা ধুলো ময়লা সহজেই বেরিয়ে যায় পাশাপাশি রক্ত সঞ্চালন ঠিক থাকে। তবে বাজার চলতি ফেসওয়াশ ব্যবহার না করে ঘরোয়া সামগ্রী ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষজ্ঞদের পরামর্শ মত দুধের সর দিয়ে মুখ পরিষ্কার করা যেতে পারে।

Advertisements

যার ফলে হারানো জেল্লা সহজেই ফিরে আসবে। দুধ গরম করলে তার ওপরে সর জমিতে শুরু করে যা শিশুদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার।তাছাড়া এই শহর থেকেই এবং মাখন জাতীয় দ্রব্য তৈরি করা হয়। আর এই সর আমাদের ত্বকের উজ্জ্বলতা সহজেই বাড়িয়ে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন রাতে মুখ ধুয়ে মিনিট দশেক দুধের সর লাগিয়ে রাখতে হবে তারপরে শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে দুধের সর। পাশাপাশি দুধের সরের সাথে সামান্য পরিমাণে মধু মিশিয়ে মুখে মাখা যেতে পারে।