
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee)। বহু বছর ধরেই তিনি অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন। শুধু টলিউডেই থেমে নেই স্বস্তিকা, পাড়ি দিয়েছেন বলিউডেও। বয়স চল্লিশ পেরোলেও রূপের জাদুতে আজও তিনি মুগ্ধ করেন ভক্তদের। সময়ের সাথে সাথে তার গ্ল্যামার এবং সৌন্দর্য্য জন্য বেড়েই চলেছে। এই বয়সে এসেও সৌন্দর্য্যের দিক দিয়ে তিনি হার মানাতে পারেন কমবয়সী অভিনেত্রীদের। আর তাই অনেকের মনেই প্রশ্ন ছিল তার এই সৌন্দর্য্যের রহস্য কী?সম্প্রতি সেই রহস্য অভিনেত্রী নিজেই ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
ঘরোয়া টোটকা: অভিনেত্রী জানিয়েছেন কোনোরকম ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করেননা তিনি বরং ঘরোয়া টোটকাতেই বিশ্বাসী। মুখে কোনো দাগ হলে সেখানে তিনি চন্দন ব্যবহার করেন। তবে চন্দনের গুঁড়ো নয় সরাসরি চন্দন কাঠ বেঁটে সেটি মুখে প্রয়োগ করেন তিনি।
রোজের নিয়ম: প্রচুর কর্মব্যস্ততা থাকলেও কিন্তু রোজের রুটিন পালন করতে ভোলেন না তিনি। প্রতিদিন ভালো করে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে তারপর টোনার ব্যবহার করেন। আর টোনার হিসেবে তার প্রথম পছন্দ গোলাপজল।
মায়ের ম্যাজিক: মায়ের বানানো বিভিন্ন ম্যাজিক টোটকা ব্যবহার করতে পছন্দ করেন অভিনেত্রী। তার মায়ের কথামতো প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন মুলতানি মাটি ও গোলাপজলের প্যাক ব্যবহার করেন তিনি। এছাড়াও দুধের সর বা মালাই মুখে মেখে ১৫ মিনিট পর তা ধুয়ে ফেলেন তিনি।
মেকআপ তোলা: মেক আপ সঠিকভাবে তোলার দিকে বেশ নজর দেন স্বস্তিকা। এমন অনেকেই আছেন যারা কর্মব্যস্ততার কারণে মেকআপ তুলতে ভুলে যান। যার ফলে মারাত্মক ক্ষতি হয়ে যায় ত্বকের। তবে এই ভুল কখনোই করেন না স্বস্তিকা। কারণ, যতই কাজের চাপ থাকুক না কেন প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মেকআপ তুলে ফেলেন তিনি।
সঠিক খাদ্যাভ্যাস: ত্বকের যত্ন করার গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিজের খাদ্যাভ্যাস ঠিক রাখা। যার জন্য উপযুক্ত খাবার এবং জল পান করা অবশ্যই প্রয়োজন। অভিনেত্রী জানিয়েছেন তিনি তেল, ঝাল, মশলা একপ্রকার বর্জন করে ফেলেছেন।