Bangladesh: কোটি টাকার নায়িকা মাহিয়া মাহিকে ভোটে নামালেন শেখ হাসিনা

বাংলাদেশের (Bangladesh) অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেন নায়িকা শারমিন আকতার নিপা (মাহিয়া মাহি)। তিনিই (Mahiya Mahi) দেশটির ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে আসন্ন জাতীয় সংসদ…

Mahiya Mahi

বাংলাদেশের (Bangladesh) অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেন নায়িকা শারমিন আকতার নিপা (মাহিয়া মাহি)। তিনিই (Mahiya Mahi) দেশটির ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন।

সূত্রের খবর, মাহিয়া প্রার্থী হচ্ছেনই। তবে আওয়ামী লীগ তাঁর নাম ঘোষণা করবে দলীয় সভাপতি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর।

সাম্প্রতিক মাহিয়া মাহির দর কোটি টাকা। এমন কোটি টাকার অভিনেত্রী বাংলাদেশের রাজনীতিতে আর আসেনি। সেদিক থেকে মাহিয়া মাহি নজির গড়লেন।  আওয়ামী লীগের একাংশ সূত্রে খবর, মাহিকে চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদ কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হবে। এই কেন্দ্রটি গত নির্বাচনে বিএনপি জয়ী হয়েছিল।

সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে পাঁচ বিএনপি সাংসদ সদ্য পদত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ কেন্দ্রের বিএনপি সাংসদ আমিনুল ইসলাম পদত্যাগ করায় উপনির্বাচন হতে চলেছে। কেন্দ্রটি নিয়ে চিন্তায় আছে পরপর তিনবার সরকার গড়া আওয়ামী লীগ। মনে করা হচ্ছে গোষ্ঠিদ্বন্দ্ব মেটাতে মাহিয়া মাহির জৌলুস-জনপ্রিয়তা কাজে লাগাতে মরিয়া আওয়ামী লীগ। মাহিয়া মাহি রাজশাহীর বাসিন্দা। তিনি ঢালিউডের অন্যতম বাণিজ্য সফল অভিনেত্রী। আর চাঁপাইনবাবগঞ্জ হলো রাজশাহী বিভাগের একটি জেলা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকার টিকিট পেলে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশা করছেন মাহিয়া মাহি। তিনি বলেন, মাহি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন নারী, নারী নেতৃত্বকে অগ্রধিকার দিচ্ছেন। সামনের যে ভিশন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, এই উন্নয়ন থেকে আমি আমার চাঁপাইনবাবগঞ্জকে পিছিয়ে রাখতে চাই না।

বাংলাদেশের রাজনীতিতে চলচ্চিত্র তারকারা আগেও এসেছেন। দেশটির কিংবদন্তি নায়িকা কবরী সরোয়ার (মীনা পাল) পাকিস্তানি আমল থেকেই রাজনৈতিক সংযোগে ছিলেন। ২০০৯ সালে কবরী আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি গত বছর কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হন।