HomeLifestyleHair Care: কেরাটিন ট্রিটমেন্ট নয়, ব্যবহার করুন প্রাকৃতিক তেল

Hair Care: কেরাটিন ট্রিটমেন্ট নয়, ব্যবহার করুন প্রাকৃতিক তেল

- Advertisement -

গ্রীষ্মকালে শরীরের সাথে সাথে আমরা নিজেদের ত্বকের যত্ন নিয়ে থাকি কিন্তু সেভাবে চুলের যত্ন (Hair Care) নেওয়া হয় না অন্যদিকে গরম কালে চুল পড়ার সমস্যা অনেকটাই বেড়ে যায় সাধারণত গ্রীষ্মকালে দূষণ এবং ঘাম যদি স্কল্পে জমতে থাকে তাহলে চুল পড়া সমস্যা আরো বেড়ে যায় অন্যদিকে মাথায় চুলকানি দেখা যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন গ্রীষ্মকালে শরীর এবং ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের চুলের যত্ন নিতে হবে না হলে চুল সহজেই নষ্ট হয়ে যাবে।

অন্যদিকে চুলের যাবতীয় সমস্যা থেকে নিস্তার পেতে অনেকেই কেরাটিন ট্রিটমেন্ট করিয়া থাকেন আসলে এক ধরনের বিশেষ প্রোটিন। যা আমাদের চুলকে সতেজ রাখে সাধারণত আমাদের চুলের মধ্যে প্রাকৃতিক কেরাটিন থাকে কিন্তু দূষণের ফলে সেই কেরাটিন নষ্ট হয়ে যায়। তাই মাঝে মধ্যে পার্লারে গিয়ে কেরাটিন ট্রিটমেন্ট করানো অনেকেই কিন্তু সাময়িকভাবে চুল পড়া সমস্যা থেকে নিস্তার মিললেও ধীরে ধীরে এই সমস্যা আরও বাড়তে থাকে।

   

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পার্লারে গিয়ে রাসায়নিক পদ্ধতিতে নির্মিত ব্যবহার না করে বাড়িতেই এই চিকিৎসা করা সম্ভব। প্রাকৃতিক উপায় নির্মিত বিভিন্ন ধরনের তেল মাথায় দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি আলমন্ড তেল চুলের জন্য খুবই উপকারী। অন্যদিকে বাজার চলতি বিভিন্ন জেলের বদলে এলোভেরা জেল দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যার ফলে চুল প্রাকৃতিক প্রোটিন পাবে এবং অনেকটাই সতেজ হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular