goodbye to soap: গরমে বাদ রাখুন সাবান! ঘরোয়া উপায় বানিয়ে নিন শাওয়ার জেল

goodbye to soap: গরম বাড়তেই বাথরুমে আনাগোনার সময়টাও বেড়ে গেছে। দিনে দু-তিনবার তো স্নান করতেই হচ্ছে স্বস্তির জন্য। এর পাশাপাশি স্নানের সাথে সাবানও রয়েছে।

Homemade shower gel made with natural ingredients

goodbye to soap: গরম বাড়তেই বাথরুমে আনাগোনার সময়টাও বেড়ে গেছে। দিনে দু-তিনবার তো স্নান করতেই হচ্ছে স্বস্তির জন্য। এর পাশাপাশি স্নানের সাথে সাবানও রয়েছে। তবে অত্যাধিক পরিমাণে সাবান ব্যবহার করায় চামড়ার কিন্তু ক্ষতি হচ্ছে প্রচন্ড পরিমাণে। কারণ সাবানে থাকে অত্যাধিক পরিমাণে ক্ষার, যা ত্বকে থাকা সাধারণ পিএইচ লেভেলকে একেবারেই ক্ষতিগ্রস্ত করে তোলে। তাই সাবানের পরিবর্তে স্নান করার জন্য ব্যবহার করুন শাওয়ার জেল। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং পিএইচ লেভেলও ঠিক রাখতে সাহায্য করে।

তবে বাজার চলতি শাওয়ার জেলের থেকে ঘরোয়া উপায়ে অত্যন্ত সহজে আপনি বানিয়ে নিতে পারেন, আপনার পছন্দমত শাওয়ার জেল। এর জন্য শুধুমাত্র কাস্টাইল শোপ কিনে আনতে হবে আপনাকে বাজার থেকে। এরপর যা যা লাগবে তা ঘরের হেসেলেই রয়েছে। প্রথমে ৩/৪ কাপ তরল কাস্টাইল সোপ নিন। এরপর এক এক করে ৩/৪ কাপ আমন্ডের তেল, ১/২ কাপ মধু ও ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। উপাদানগুলো একটি বোতলে ভরে রাখুন এবং স্নানের সময় শাওয়ার জেল হিসাবে ব্যবহার করুন

ত্বক শুষ্ক হলে গ্লিরাসিনের শাওয়ার জেল বানান। এর জন্য ১ কাপ তরল কাস্টাইল সোপ নিয়ে তাতে ৫ চা চামচ গ্লিরাসিন, ১০ ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে সেই মিশ্রণটি বোতলে ভরে নিন। এরপর স্নানের সময় ব্যবহার করুন এই শাওয়ার জেল।

তবে এই জাতীয় শাওয়ার জেল বানানো যদি আপনার প্রচন্ড কষ্টকর মনে হয়; সেক্ষেত্রে মাত্র দুটি উপাদান দিয়েই আপনি এই জিনিসটি বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য লাগবে ৩/৪ কাপ কাস্টাইল শোপ সাথে ৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল। এরপর এই মিশ্রণটি আপনি শাওয়ার জেল হিসেবে ব্যবহার করতে পারবেন।