Prevent dry skin: রুক্ষ ত্বকের যত্নে রাতে ঘুমোতে যাওয়ার আগে মাখুন বেদানার রস

ত্বকের যত্ন (Prevent dry skin) নেওয়ার জন্য আমরা সকলেই অনেক কিছু করে থাকি। বিভিন্ন নামিদামি কোম্পানির ক্রিম থেকে শুরু করে টোনার সব কিছুই ব্যবহার করি।

Pomegranate juice remedy for dry skin

short-samachar

ত্বকের যত্ন (Prevent dry skin) নেওয়ার জন্য আমরা সকলেই অনেক কিছু করে থাকি। বিভিন্ন নামিদামি কোম্পানির ক্রিম থেকে শুরু করে টোনার সব কিছুই ব্যবহার করি। সাময়িকভাবে ত্বক উজ্জ্বল হলেও কিছুদিনের মধ্যেই তা আবার পুরনো রূপে ফিরে আসতে শুরু করে। অন্যদিকে ত্বকের উপর র‌্যাশ শুরু করে অনেকের কারণ আমাদের ত্বক খুবই স্পর্শকাতর তাই তাতে কোনো রকম সমস্যা হলে আমাদের ভুগতে হয়।

   

তবে বাজারে ক্রিমে নয় বরং ত্বক উজ্জ্বল করতে ভরসা রাখুন ফলের ওপর। আমরা সকলেই বেদানার সাথে পরিচিত, শরীরের রক্তের পরিমাণ কমে গেলে কিংবা কোন রোগ থেকে সেরে ওঠার পরে আমরা এই ফলের ব্যবহার করি। ঠিক একইভাবে আমাদের ত্বকের জন্যও উপকারী এই ফল।

মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ফাইবার পটাশিয়াম জিংক এবং আরও অন্যান্য খনিজ উপাদান। যা শরীরের ক্ষত মেরামতি করতে খুবই কার্যকরী। তাছাড়া ওই ফলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে পারে সহজেই। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সামান্য পরিমাণে বেদানার রস মুখে লাগিয়ে নিন এবং পরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন মুখ। মাত্র কিছুদিনের মধ্যেই হারানো জেল্লা ফিরে পাবে আপনার ত্বক।

#DrySkin #PomegranateJuice #BedtimeRemedy #SkinCare #Sleep #SkinDiscomfort