ভারতের বাজারে এল পোকো এম৩, বাজেট ফ্রেন্ডলি এই ফোনটির লুক

ভারতের বাজারে লঞ্চ করলো পোকো এম৩ স্মার্টফোন। বাজেট ফ্রেন্ডলি এই ফোনের লুক ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ আরও…

phone

ভারতের বাজারে লঞ্চ করলো পোকো এম৩ স্মার্টফোন। বাজেট ফ্রেন্ডলি এই ফোনের লুক ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ আরও দুটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করেছে পোকো এম৩ স্মার্টফোন। এর পাশাপাশি এই ফোনটিতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার। এই ফোনের বাজেটও বেশ সাধ্যের মধ্যে।

পোকো এম৩ স্মার্টফোনের ফিচার
১. এই ফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
২. ডুয়াল ন্যানো সিম সহ অ্যানড্রয়েড ১০ দ্বারা ফোনটি চালিত হবে।
৩. ফোনটির পিছনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। তার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
৪. সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর সহ এই ফোনের ব্যাটারি ৬০০০ ।
৫. পোকো এম৩ স্মার্টফোনে থাকছে একটি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পোকো এম৩ স্মার্টফোনের দাম

৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের এই ফোনের দাম করা হয়েছে ১০,৪৯৯ টাকা। এর পাশাপাশি ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টে এই ফোনের দাম ১১,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টেও এই ফোন পাওয়া যাবে। যার দাম করা হয়েছে ১২,৪৯৯ টাকা।

পোকো এম৩ স্মার্টফোনের রং

আপাতত কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক এবং ইয়েলো এই তিনটি রং-এ ভারতের বাজের পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। পোকোর অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মধ্যমে এই ফোন কিনতে পারবেন ক্রেতারা।