Sweaty Palms: হাতের তালু থেকে ঘাম হচ্ছে সারা বছর! সাবধান হৃদ রোগের লক্ষণ হতে পারে

গ্রীষ্মকালে শরীর থেকে ঘাম বের হওয়া খুবই স্বাভাবিক কারণ আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে আমাদের শরীরের উপরিভাগকে ঠান্ডা রাখে। যার ফলে তীব্র গরমেও আমাদের শরীরের আদ্রতা বজায় থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দেহের সাথে সাথে হাতের এবং পায়ের তালু ঘামতে শুরু করে। শুধু গ্রীষ্মকালে নয়, অনেকের ক্ষেত্রে আবার শীতকালেও এই সমস্যা দেখা যায়।

মূলত পায়ে সারাদিন মোজা পড়ে থাকলে অনেক ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। যার ফলে পা য়ে একটা বিচ্ছিরি গন্ধ অনেকেরই লক্ষ্য করা যায়। কিন্তু হাতের তালু একইভাবে ঘামতে শুরু করে শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল। এই সমস্যাকে অনেকেই নেহাতই গুরুত্ব দেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন, শরীরে এমন কিছু রোগ বাসা বাধলে আগে থেকেই জানান দেয় হাতের তালু।

   

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে যদি এই সমস্যা দেখা যায় তাহলে দ্রুত রক্ত পরীক্ষা করাতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে শরীরে ডায়াবেটিস বাসা বাঁধলে এই ধরনের সমস্যা দেখা যায়। পাশাপাশি হঠাৎ করে হাতের তালু ঘামতে থাকা হৃদ রোগের একটা লক্ষণ।

তাই দীর্ঘদিন ধরে যদি এই সমস্যা চলতে থাকে তাহলে কোন ভাবেই উপেক্ষা করা উচিত নয়। অন্যদিকে থাইরয়েডের সমস্যা থাকলেও এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। তাছাড়া আমাদের দেহের অন্যান্য অংশের তুলনায় হাতের তালুতে বেশি পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। কারণ যে কোন কাজে আমরা হাতের ব্যবহার বেশি করে থাকি। তাই বাইরে থেকে এসে প্রথমে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে হাতে ব্যাকটেরিয়া তালুর ঘামের জন্য দায়ী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন