Search History: সারাদিন ইউটিউব দেখছেন! সার্চ হিস্ট্রি ক্লিয়ার করছেন তো!

বর্তমানে সবকিছুই অনলাইন নির্ভর, তাই বিংশ শতাব্দীর যুগে দাঁড়িয়ে আমরা এক মুহূর্ত অনলাইন ছাড়া চলতে পারি না। তার কারণ অবশ্য অনলাইনে এমন কোন তথ্য নেই…

বর্তমানে সবকিছুই অনলাইন নির্ভর, তাই বিংশ শতাব্দীর যুগে দাঁড়িয়ে আমরা এক মুহূর্ত অনলাইন ছাড়া চলতে পারি না। তার কারণ অবশ্য অনলাইনে এমন কোন তথ্য নেই যা আমাদের কাছে অজানা থাকে। অর্থাৎ খুব সহজেই আমরা যেকোনো বিষয় জানতে পারি অনলাইন মাধ্যমে।

আর অনলাইন মাধ্যমগুলির কথা উঠে আসলে প্রথমেই যে মাধ্যমের কথা আমাদের মনে পড়ে সেটি হল ইউটিউব। সাম্প্রতিক সময়ে ইউটিউব বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। তবে শুধু বিনোদন নয়, ইউটিউবের মাধ্যমে কয়েক হাজার ইউটিউবার উপার্জনের পথ খুঁজে পেয়েছেন।

পৃথিবীর যে কোন ঘটনা কিংবা যে কোন তথ্য যা আমাদের অজানা তা খুব সহজে ইউটিউবে মাধ্যমে দেখে নেওয়া যায়। তাছাড়া আপনি নিজের ইচ্ছেমতো বিষয় খুব সহজেই দেখে নিতে পারেন ইউটিউবে মাধ্যমে। তবে এমন কিছু গোপনীয় কিংবা ব্যক্তিগত তথ্য থাকে যা আমরা কোনদিনই অন্য কারো সাথে ভাগ করতে চাই না। কিন্তু স্মার্ট ফোন যদি অন্য কারোর হাতে যায় তাহলে সে সহজেই দেখে নিতে পারে আপনি ইউটিউবে কি সার্চ করেছিলেন।

তাই ইউটিউবের সার্চ বক্স ক্লিয়ার করা খুবই প্রয়োজনীয়। সেক্ষেত্রে আপনি কি সামান্য কিছু প্রযুক্তিগত তথ্য মাথায় রাখলেই হবে। সবার প্রথমে সার্চ বক্সে গিয়ে আপনি যে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন সেটির উপর কিছুক্ষণ প্রেস করতে হবে তাহলে উপরে উঠে আসবে ডিলিটের অপশন। এই ডিলিট অপশনে ক্লিক করলেই আপনার সার্চ করা বিষয়টি মুছে যাবে। তাছাড়া আপনি যদি ইউটিউবের প্লে হিস্ট্রি ক্লিয়ার করতে চান সেটিও খুব সহজেই করা যাবে। তার জন্য আপনাকে প্রথমে যেতে হবেই ইউটিউবের প্রাইভেসি অপশনে সেখানে গিয়ে ক্লিন হিস্ট্রিতে ক্লিক করলেই মুছে যাবে সমস্ত তথ্য।