Tour and Travel: এই গরমে ঘুরে আসুন ‘ওড়িশার কাশ্মীর’ দারিংবাড়ি থেকে

বেড়াতে যেতে কে না ভালোবাসেন! দু’দিনের ছুটি পেলেই ঘর ছেড়ে বেড়িয়ে পড়তে ইচ্ছে করে প্রকৃতি প্রেমিকদের। মন ছুটে যায় দূর পাহাড়ে, কিন্তু হাতে যদি ছুটি…

Tour and Travel: এই গরমে ঘুরে আসুন 'ওড়িশার কাশ্মীর' দারিংবাড়ি থেকে

বেড়াতে যেতে কে না ভালোবাসেন! দু’দিনের ছুটি পেলেই ঘর ছেড়ে বেড়িয়ে পড়তে ইচ্ছে করে প্রকৃতি প্রেমিকদের। মন ছুটে যায় দূর পাহাড়ে, কিন্তু হাতে যদি ছুটি বেশি না থাকে তাহলে কী করবেন? সেক্ষেত্রে তো বেছে নিতেই হবে বাড়ির কাছে আরশিনগর। আপনার হয়ত কাশ্মীরে বেড়াতে যেতে ইচ্ছে করছে কিন্তু অফিস থেকে দু-তিনদিনের ছুটি বেশি পেলেন না। জানেন কি, এই তিনদিনেই ঘুরে আসা যায় ‘ওড়িশার কাশ্মীর’ দারিংবাড়ি থেকে!

হ্যাঁ, ঠিকই পড়েছেন। দারিংবারিতে বেড়াতে গেলে মন হয়ে উঠবে শীতল। এই শৈল জায়গাটির বেশ নাম হয়েছে পর্যটন মহলে। ওড়িশার কন্ধমাল জেলায় দারিংবাড়ি অবস্থিত। এখানকার হিল ভিউ পয়েন্টে দাঁড়ালে চোখ জুড়বে সবুজে। কফি বাগান, গোলমরিচের বাগান পর্যটকদের বেশ আকর্ষণ করে।

কাছাকাছির মধ্যে অবশ্যই দেখে নেবেন মড়ুবান্দা জলপ্রপাত, ডোডোবাড়া লাভার্স পয়েন্ট এবং এমু ফার্ম। যারা নির্জনতা ভালোবাসেন তাদের অবশ্যই যেতে হবে সাইলেন্স ভ্যালিতে। জায়গাটি একেবারেই কোলাহলমুক্ত। ভুবনেশ্বরে পৌঁছে সেখান থেকে ভাড়ার গাড়িতেও পৌঁছনো যায় দারিংবাড়ি। দূরত্ব ২৫১ কিলোমিটার। আবার গঞ্জাম স্টেশনে নেমেও সড়ক পথে ১২০ কিলোমিটার গাড়িতে যাত্রা করে পৌঁছতে পারেন দারিংবাড়িতে।

Advertisements

কলকাতায় গরম পড়তে শুরু করেছে। এমন সময় দারিংবাড়িতে একটা ট্যুর প্ল্যান করেই ফেলুন। এখানে একবার বেড়াতে গেলে আজীবন ভুলতে পারবেন না। দারিংবাড়ি এমনই এক পর্যটনক্ষেত্রে যা আপনাকে বারবার টানবে। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন আপনি।