Toothache: দাঁত আমাদের শরীরের অবিচ্ছিন্ন অংশ, কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। তাই দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত জরুরী আমাদের শরীরের পক্ষে কারণ দাঁতের সমস্যা দেখা দিলে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দাঁতে পোকা লাগার একটা প্রবল সম্ভাবনা থাকে বেশি পরিমাণে চকলেট খাওয়ার পরে তাছাড়া একটা বয়সের পর সকলের দাঁতই নড়বড়ে হতে শুরু করে। আমরা যে সমস্ত খাদ্য খাই তা দাঁতের সাহায্যে চিবিয়ে খাদ্যনালী দিয়ে সহজে নেমে যায় তাই দাঁত আমাদের পরিপাকতন্ত্রের জন্য অন্যতম প্রধান। তবে মাঝেমধ্যে দাঁতের যন্ত্রণায় আমরা সকলেই কাহিল হয়ে পড়ি। বিশেষ করে, দিনের থেকে রাতের বেলায় এই যন্ত্রণা আরও বাড়তে থাকে।
চিকিৎসা করে জানাচ্ছেন, দাঁত ক্ষয় হয়ে যদি মারি উন্মুক্ত হয় তাহলে দাঁতের যন্ত্রণা দেখা যায়। আর তার থেকে শুরু হয় যন্ত্রণা দাঁতের যন্ত্রণা বাড়তে থাকবে ঘাট থেকে শুরু করে মাথা সবই যন্ত্রণা করতে শুরু করে। তাই রাতারাতি চিকিৎসকের পরামর্শ না নিল ঘরোয়া কিছু উপায়ে দাঁতের ব্যথা সহজে কমিয়ে নেওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, লবঙ্গ তেল দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে, লবঙ্গ তেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ঝাঁঝ, যা ব্যথার জায়গা থেকে সাময়িকভাবে অবশ করে দেয়। অন্যদিকে নুন গরম জলে কুলকুচি করলে সাময়িক স্বস্তি মিলে তাছাড়া পেয়ারা পাতা থেঁতো করে ব্যথার জায়গায় লাগালে আরাম হয় অনেকটাই।