ভারতের উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি হল রাখী বন্ধন উৎসব। রাখী বন্ধনে উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। তার প্রস্তুতি পুরোদমে চলছে। এই বছর ৩০ আগস্ট পালিত হবে রাখী বন্ধন। এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে, বোনেরা তাদের ভাইদের হাতে ‘রাখী ‘ নামে পরিচিত একটি বিশেষ সুতো বেঁধে দেয় এবং এর বিনিময়ে, ভাইরা তাদের বোনদের সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
আর মাত্র ২ দিন বাকি। তারপরই গোটা বাংলা মাতবে রাখী বন্ধন উৎসবে। অনেকেরই হয়তো রাখীর শপিং প্রায় শেষ। পছন্দের মতন রাখী কেনাও হয়ে গেছে বাজার থেকে। আজকাল যে বাজারে রয়েছে হরেক রকমের রাখী, ফুলের রাখী, উলের রাখী, অনলাইনে কাস্টমাইজড রাখী। তবে যারা এখনও কিনে উঠতে পারেননি তারা সহজেই বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন হ্যান্ডমেড রাখী। কারণ নিজের হাতে বানানো রাখী দাদা বা ভাইয়ের হাতে পরানোর আনন্দই আলাদা।
নিজের হাতে রাখী বানাতে লাগবে শুধু বাড়িতে থাকা লাল টিপ। কীভাবে বানাবেন লাল টিপ দিয়ে রাখী? জেনে নিন। প্রথমে রাখীর বেসটা গোল করে কেটে নিতে হবে। এরপর মাঝারি লাল টিপ ওই বেসের উপর গোল করে সাজিয়ে লাগিয়ে দিতে হবে। টিপে আঠা থাকে, তাই আলাদা করে আঠার প্রয়োজন হবেনা। ভরাট করে টিপটি লাগিয়ে তারপর তার উপর চুমকি লাগিয়ে নিন। এবার এই টিপের মাঝে বসাতে হবে ছোট সালা পুতি। এবার বানিয়ে নিতে হবে রাখী বাঁধার ফিতে। এবার এই লাল ফিতের মধ্যে বিভিন্ন আকারের পুতি ভরে, তারপর মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে বানিয়ে রাখা টিপের ডিজাইনের রাখী । এবার দু-দিকে শক্ত করে সুতো বেঁধে নিতে হবে। তৈরি টিপের রাখী।
রাখী বন্ধন হল একটি উৎসব যেখানে বোনেরা তাদের ভাইদের হাতে রাখী বেঁধে তাদের সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। এই উদযাপনটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে শ্রাবণ মাসের শেষ দিনে হয়, যা সাধারণত আগস্ট মাসে পড়ে।
রাখীবন্ধন উৎসব প্রতিটি ভাই বোনের পবিত্র সম্পর্কের প্রতীক। এই দিনে প্রত্যেক বোন তার ভাইদের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে। বিনিময়ে, তার ভাই কেবল তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় না, তাকে উপহারও দেয়। প্রতিটি বোন সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করে। এই বছর এই শুভ উৎসব কোথাও ৩০ আগস্ট আবার কোথাও ৩১ আগস্ট পালিত হবে।
Recent Comments