Hair protected: উৎসবের দিনে নিজের চুলকে রাখুন সুরক্ষিত

এসে গেছে দুর্গাপুজো এবং আমাদের দৈনন্দিন জীবনের যে নিয়মকানুন ছিল তার সবই পরিবর্তন হতে চলেছে সামনের কিছু দিনে। তার মধ্যে ত্বকের পরিচর্যা, চুলের পরিচর্যা তো…

hair protected during the durga puja

এসে গেছে দুর্গাপুজো এবং আমাদের দৈনন্দিন জীবনের যে নিয়মকানুন ছিল তার সবই পরিবর্তন হতে চলেছে সামনের কিছু দিনে। তার মধ্যে ত্বকের পরিচর্যা, চুলের পরিচর্যা তো কিছুই হয়ে উঠবে না ঠিকঠাক। কিন্তু এত হইহুল্লোরের মধ্যেও নিজের চুল (hair protected) এবং ত্বককে সুরক্ষিত রাখতে হবে।

তার জন্য কি কি করনীয় দেখে নিন।
১. সঠিকভাবে শ্যাম্পু করুন
বাইরে বের হলে চুলে প্রচুর ধুলোবালি আর ময়লা চুলে জমে থাকে। তাই, চুল পরিষ্কারের জন্য চুলের ধরন বুঝে ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন ।শ্যাম্পু করার সময় ভালো করে ম্যাসাজ করে শ্যাম্পু করুন। চুলে বেশি ময়লা থাকলে দুবার শ্যাম্পু করুন।সপ্তাহে ৩/৪ দিন ভালো শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন।

২.নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন
প্রতিদিন চুল ধোঁয়ার পর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল হয় মসৃন ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়।

৩. কন্ডিশনার ব্যবহার করুন তবে সঠিকভাবে
চুলের কন্ডিশনার সঠিকভাবে ব্যবহার করা উচিত। কন্ডিশনারের কাজই হলো চুলকে মসৃন রাখা যার মানে হলো চুলের গোড়াতে এর কোনো প্রয়োজনই নেই।তাই কন্ডিশনার ব্যবহার করার সময় তা প্রয়োগ করা উচিত চুলের গোড়া থেকে অন্তত এক ইঞ্চি দূর থেকে।এছাড়া অতিরিক্ত পরিমানে কন্ডিশনার ব্যবহার করা থেকেও বিরত থাকা উচিত নাহলে চুল তৈলাক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৪. একই ধরণের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন
চুলের যত্ন নেওয়ার সময় একই কোম্পানির অনুরূপ উপাদানে তৈরি প্রোডাক্ট ব্যবহার করা উচিত।
এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার চুলের যত্ন নিতে পারবেন।

৫. অতিরিক্ত হিট দেওয়া থেকে বিরত থাকুন
তাপ চুলকে ভেঙে দেয় আর তাই চুলে হিট দেওয়া থেকে বিরত থাকাই উত্তম।অতিরিক্ত হিটের কারণে চুল জ্বলে যেতেও পারে তাই ব্লোয়ার, আয়রন অথবা চুল স্ট্রেটনার যদি ব্যবহার করতেই হয় তাহলে সাবধানতার সাথে তা করা উচিত।

৬. তোয়ালে ব্যবহার করুন আলতোভাবে
অনেকেই চুলকে মোছার সময় খুব চাপ প্রয়োগ করে চুল মুছে থাকে। এতে বারবার ঘর্ষণের ফলে চুল তার সুস্থতা হারিয়ে ফেলে গোড়া থেকে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।তাই চুল মোছার সময় যতটা সম্ভব আলতোভাবে তোয়ালে ব্যবহার করা উচিত।