Hair and Skin Care: ত্বক-চুলের যত্ন নিতে ব্যবহার করুন মুলতানি মাটি, ফল মিলবে হাতেনাতে

Hair and Skin Care: রাজ্যে সর্বত্র দিন দিন বেড়েই চলেছে করুন আর এই গরমে স্বাভাবিকভাবেই কালঘাম ছুটছে সাধারণ মানুষের। কিন্তু রোদের হাত থেকে কোনমতেই নিস্তার নেই কারণ সারাদিন একবার হলেও কোনো না কোনো কারণে রোদের সম্মুখীন হতেই হয় ফলে সারা গায়ে জ্বলন ধরতে শুরু করে।

Woman applying Multani Mati hair mask for healthy hair and skin

Hair and Skin Care: রাজ্যে সর্বত্র দিন দিন বেড়েই চলেছে করুন আর এই গরমে স্বাভাবিকভাবেই কালঘাম ছুটছে সাধারণ মানুষের। কিন্তু রোদের হাত থেকে কোনমতেই নিস্তার নেই কারণ সারাদিন একবার হলেও কোনো না কোনো কারণে রোদের সম্মুখীন হতেই হয় ফলে সারা গায়ে জ্বলন ধরতে শুরু করে।

অন্যদিকে গ্রীষ্মকাল মানে পরিবেশে ধুলো ময়লার প্রকোপ একটু বেশি আর সেই সমস্ত ময়লা জমতে শুরু করে আমাদের ত্বকে পাশাপাশি জমতে শুরু করে আমাদের চুলের গোড়ায়। যার ফলে গা হাত চুলকানোর সাথে সাথে মাথা চুলকাতে শুরু করে এবং সেই সাথে চুল পড়ার মতো সমস্যাও দেখা দেয়।

   

অনেকেই আছেন যারা গরম থেকে সরাসরি এসে স্নান করতে ঢোকেন আর সারা গায়ে ভালো করে সাবান মেখে ঠান্ডা জল ঢেলে গরম থেকে একটু হলেও রেহাই পাওয়া যায়। কিন্তু তাতে যে উপকারের থেকে অপকার বেশি সেটা অনেকেই জানেন না কারণ এর ফলে শরীরে ঠান্ডা বসতে শুরু করে যার ফলে সর্দি কাশি লেগেই থাকে এই গরমে।

কিন্তু ত্বকের সেবা হলেও সেই ভাবে চুলের সেবা হয় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে চুলের যত্ন নিতে বাজার চলতি ক্রিম নয় বরং ভরসা রাখুন ঘরোয়া টোটকায়। ত্বকের যত্ন নিতে আমরা সকলেই কমবেশি মুলতানি মাটি ব্যবহার করি।

বিশেষজ্ঞদের মতে, এই মুলতানি মাটি চুলের হাল ফিরিয়ে আনতে পারে সহজেই। প্রথমে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিতে হবে মুলতানি মাটি তারপরে সেই মিশ্রণ ৩০ মিনিটের জন্য মাথায় মেখে নিতে হবে ভালো করে ঘষে ঘষে। পরে মিশ্রণ শুকিয়ে এলে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আগে থেকে অনেকটাই প্রাণ ফিরে পেয়েছে আপনার চুল।