আইনি কাজে জটিলতা, আচমকা অর্থলাভ, দেখুন কার ভাগ্যে কী লেখা আছে?

আজ মঙ্গলবার হল বজরংবলীর খুব প্রিয় দিন। আজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। তার সঙ্গে পিতৃপক্ষের সপ্তম দিন। দ্বিপুষ্কর যোগ, বরিয়ান যোগ ও ব্যাতিপত যোগের…

a yellow circle with zodiac symbols

আজ মঙ্গলবার হল বজরংবলীর খুব প্রিয় দিন। আজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। তার সঙ্গে পিতৃপক্ষের সপ্তম দিন। দ্বিপুষ্কর যোগ, বরিয়ান যোগ ও ব্যাতিপত যোগের প্রভাবের সঙ্গে আজ থাকবে মৃগশিরা নক্ষত্রের প্রভাব। এই নক্ষত্রের প্রভাবে ও বজরংবলীর আশীর্বাদে জানুন কাদের ভাগ্যে বইবে সুখের বন্যা।

কর্কট রাশি: কর্মক্ষেত্রে আপনার সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নতুন চাকরি পাবার যোগ আছে আজ। ভাগ্যে আছে সন্তান সুখ। ব্যবসাতেও হবে উন্নতি।

   

বৃষ রাশি: মৃগশিরা নক্ষত্রের প্রভাবে আজ কেরিয়ারে আপনি দারুণ উন্নতি করতে পারবেন। আর্থিক পরিস্থিতিও খুব ভালো থাকবে আপনার। ব্যবসা থেকে ভালো লাভ করার সম্ভাবনা রয়েছে আপনার।

তুলা রাশি: দ্বিপুষ্কর যোগের শুভ প্রভাবে ধর্মীয় বিষয়ে মনোযোগ দিলে লাভের সম্ভাবনা রয়েছে। আপনার দাম্পত্য জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য থাকবে ভালো সুযোগ।

মকর রাশি: সম্পত্তির বিষয়ে আজকে আপনার লাভবান হবার সুযোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে আপনার। যে কোনও শুভ খবর পেতে পারেন আপনি।

সিংহ রাশি: আজ আপনার ইচ্ছেপূরণ হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বুঝেশুনে পদক্ষেপ নিন। প্রাত্যহিক কাজে বাধা আসলেও সেটাকে উতরে যাবেন। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

কুম্ভ রাশি: বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো। ব্যবসার বিষয়ে বাড়তে পারে চাপ। যাদের সুগার আছে, আজকের দিনটা তারা একটু সমঝে চলুন।

বৃশ্চিক রাশি: আইনি কাজে জটিলতা দেখা দিলে তা এড়িয়ে চলাই ভালো। কাজের সুযোগ আসলে একেবারেই হাতছাড়া করবেন না। পেটের সমস্যায় ভুগতে পারেন। পরিবারের সকলের সঙ্গে একমত নাও হতে পারেন।

মিথুন রাশি: বয়সে ছোটদের জন্য আজকের দিনটি খুব শুভ। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অগ্নি সংযোগ থেকে সাবধান থাকুন। আপনার সন্তানের আজ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে।

মেষ রাশি: মনের বিভ্রান্তি কাটাতে গুরুজনের পরামর্শ নিন। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন।

ধনু রাশি: স্বামীর বিষয়ে কোনও সুখবর পাবেন। পিতার সঙ্গে তর্ক হতে পারে। কোমরের ব্যাথা আপনাকে ঘায়েল করতে পারে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে, কিন্তু আপনি সামলে নেবেন।