HomeLifestyleHoroscopeআইনি কাজে জটিলতা, আচমকা অর্থলাভ, দেখুন কার ভাগ্যে কী লেখা আছে?

আইনি কাজে জটিলতা, আচমকা অর্থলাভ, দেখুন কার ভাগ্যে কী লেখা আছে?

- Advertisement -

আজ মঙ্গলবার হল বজরংবলীর খুব প্রিয় দিন। আজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। তার সঙ্গে পিতৃপক্ষের সপ্তম দিন। দ্বিপুষ্কর যোগ, বরিয়ান যোগ ও ব্যাতিপত যোগের প্রভাবের সঙ্গে আজ থাকবে মৃগশিরা নক্ষত্রের প্রভাব। এই নক্ষত্রের প্রভাবে ও বজরংবলীর আশীর্বাদে জানুন কাদের ভাগ্যে বইবে সুখের বন্যা।

কর্কট রাশি: কর্মক্ষেত্রে আপনার সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নতুন চাকরি পাবার যোগ আছে আজ। ভাগ্যে আছে সন্তান সুখ। ব্যবসাতেও হবে উন্নতি।

   

বৃষ রাশি: মৃগশিরা নক্ষত্রের প্রভাবে আজ কেরিয়ারে আপনি দারুণ উন্নতি করতে পারবেন। আর্থিক পরিস্থিতিও খুব ভালো থাকবে আপনার। ব্যবসা থেকে ভালো লাভ করার সম্ভাবনা রয়েছে আপনার।

তুলা রাশি: দ্বিপুষ্কর যোগের শুভ প্রভাবে ধর্মীয় বিষয়ে মনোযোগ দিলে লাভের সম্ভাবনা রয়েছে। আপনার দাম্পত্য জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য থাকবে ভালো সুযোগ।

মকর রাশি: সম্পত্তির বিষয়ে আজকে আপনার লাভবান হবার সুযোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে আপনার। যে কোনও শুভ খবর পেতে পারেন আপনি।

সিংহ রাশি: আজ আপনার ইচ্ছেপূরণ হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বুঝেশুনে পদক্ষেপ নিন। প্রাত্যহিক কাজে বাধা আসলেও সেটাকে উতরে যাবেন। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

কুম্ভ রাশি: বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো। ব্যবসার বিষয়ে বাড়তে পারে চাপ। যাদের সুগার আছে, আজকের দিনটা তারা একটু সমঝে চলুন।

বৃশ্চিক রাশি: আইনি কাজে জটিলতা দেখা দিলে তা এড়িয়ে চলাই ভালো। কাজের সুযোগ আসলে একেবারেই হাতছাড়া করবেন না। পেটের সমস্যায় ভুগতে পারেন। পরিবারের সকলের সঙ্গে একমত নাও হতে পারেন।

মিথুন রাশি: বয়সে ছোটদের জন্য আজকের দিনটি খুব শুভ। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অগ্নি সংযোগ থেকে সাবধান থাকুন। আপনার সন্তানের আজ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে।

মেষ রাশি: মনের বিভ্রান্তি কাটাতে গুরুজনের পরামর্শ নিন। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন।

ধনু রাশি: স্বামীর বিষয়ে কোনও সুখবর পাবেন। পিতার সঙ্গে তর্ক হতে পারে। কোমরের ব্যাথা আপনাকে ঘায়েল করতে পারে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে, কিন্তু আপনি সামলে নেবেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular