কেমন যাবে আপনার আজকের দিন, দেখে নিন দৈনিক রাশিফল

horoscope-today-your-zodiac-forecast-for-june-14-2024

আজ শুক্রবার, (Horoscope Today) সপ্তাহের শেষ কাজের দিন। কেমন যাবে আপনার আজকের দিন ?  জানুন রাশিফল (Horoscope Today)।

Advertisements

দৈনিক রাশিফল (শুক্রবার ১৪ জুন ২০২৪)

   

মেষ রাশি: প্রেমের প্রতি বিরক্তি আসবে। বাবা-মার সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের পাওনা আদায়ে অশান্তি বাড়বে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট পেতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে।

বৃষ রাশি: পেটের সমস্যা ভোগাতে পারে। ব্যবসায় বড়সড় ক্ষতি হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি ভালো। পদোন্নতির খবর পেতে পারেন। বাজে চিন্তার জন্য মানসিক কষ্ট। সন্ধ্যের পর থেকে বুঝেশুনে খাওয়াদাওয়া করুন।

মিথুন রাশি: চাকরিপ্রার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আটকে থাকা নিয়োগ নিয়ে সুখবর পেতে পারেন। প্রেমের ব্যাপারে কোনও চাপ আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন।

কর্কট রাশি: আজ নিজের জন্য খরচ বাড়বে। গুপ্ত শত্রুর থেকে সতর্ক থাকুন। অফিসে ঝামেলায় জড়াবেন না। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পেটের সমস্যায় ভুগতে পারেন। আজ বাইরের তেল-মসলা যুক্ত খাওয়ার এড়িয়ে চলুন।

বাজারে শোভা পাচ্ছে ফলের গায়ে চার-পাঁচ সংখ্যার স্টিকার! জানেন এর অর্থ?

সিংহ রাশি: সন্তানের জন্য খরচ নিয়ে চিন্তা বাড়বে। কাজের জন্য সুনাম লাভ করতে পারেন। কর্মস্থলে বসের সুনজরে পরবেন। একাধিক পথে আয় করতে গিয়ে পুলিশি ঝামেলায় পরতে পারেন। রাস্তায় সাবধানে চলাফেরা করুন।

কন্যা রাশি: অফিসে সতর্ক থেকে কাজ করুন। কর্মস্থানে গুপ্ত শত্রু আপনাকে প্যাঁচে ফেলতে পারে। তবে বুদ্ধির জোরে শত্রুকে জয় করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আজ পেটের সমস্যা হবে।

তুলা রাশি: আজ আপনার উন্নতির যোগ রয়েছে। কর্মস্থলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। শরীরের কোনও অংশে যন্ত্রণা ফেলে রাখবেন না। সামাজিক সুনাম আসতে পারে। প্রেমের জন্য দিনটি অত্যন্ত শুভ।

বৃশ্চিক রাশি: ব্যয় কমবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অবসাদ কমবে। স্বাস্থ্যের যত্ন নিন। সমস্ত ধরনের কাজের জন্য দিন ভালো। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ থাকবে আজ। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে।

Moringa Leaves: মরিঙ্গা পাতার ৬ স্বাস্থ্য উপকারিতা অবাক করবে

ধনু রাশি: অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। বিয়ের ব্যাপারে যোগাযোগ আসতে পারে। কথাবার্তা একটু সাবধানে বলুন। প্রেমের জন্য দিনটি শুভ। কাউকে ভালোবাসলে আজই বলে ফেলুন। 

মকর রাশি: নতুন লোকেদের সঙ্গে দেখা হবে। ভেবেচিন্তে ব্যয় করুন। পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে। কাজের অতিরিক্ত চাপের জন্য ক্লান্তি বাড়বে। চোখের সমস্যায় কাজের ক্ষতি হতে পারে।

কুম্ভ রাশি: আজ স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক লাভ হবে। পড়ুয়াদের জন্য দিনটি ভালো। ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনও তর্ক না করার চেষ্টা করুন। বিকেলের পর বাড়তি খরচ হতে পারে।

মীন রাশি: আজ ব্যয় বাড়বে। যদিও আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়বে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন।

Anti Tanning Pack: গরমের কারণে আপনার মুখ কি ট্যান হয়ে যাচ্ছে? এই ঘরোয়া উপায় মেনে চলুন তবে

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements