সর্দি থেকে শুরু করে ত্বকের ময়লা সহজেই দূর করবে এই গাছ, জানুন বিস্তারিত

103
Tulsi plant, a natural remedy to get rid of skin impurities starting from cold

তুলসি গাছ (Tulsi plant) যা সাধারনত আমাদের মধ্যবিত্ত বাড়িতে দেখতে পাওয়া যায়। হিন্দু মতে এই গাছকে পুজো করা হলেও এই রয়েছে বেশ কিছু ঔষুধি গুণ। যা শুনলে হয়তো অবাক হবেন আপনিও। প্রতিদিন সকালে মাত্র একটি তুলসি পাতা আপনাকে অনেক রোগের হাত থেকে মুক্তি দিতে পারে সহজেই।

আমাদের সকলের বাড়িতেই এই গাছ দেখতে পাওয়া যায়, তাই আলাদা করে বাজার থেকে টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন পড়ে না। শুধু তাই নয়, অযত্নেও খুব সহজেই বাড়িয়ে আনাচে কানাচে গজিয়ে ওঠে এই গাছ। আপনার যদি সর্দি কাশির সমস্যা থাকে তাহলে সহজেই বাড়িয়ে তুলতে পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা।

প্রতিদিন সকালে খালি পেটে একটি তুলসি পাতা আর এক চামচ মধু খান, ফল পাবেন হাতেনাতে। তাছাড়া তুলসি পাতার মধ্যে রয়েছে আন্টি ব্যাকটেরিয়াল গুণ, যা চর্ম রোগ। ত্বক নিয়ে আমরা বরাবরই চিন্তিত, তবে এই গাছ আপনার ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে পারে সহজেই। প্রতিদিন সকালে দুটি করে তুলসি পাতা নিয়ে ভালো ভাবে বেটে তা টক দইয়ের সাথে মাখুন। মিনিট ১৫ রাখার পরেই ধুয়ে ফেলুন মুখ। মুখে ব্রণর দাগ থেকে শুরু করে তেল ভাব এমনকি লোমকূপে জমে থাকা ময়লা সহজেই পরিষ্কার করবে এই মিশ্রণ।