
রাজ্যে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে গরম, আর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত কোনভাবেই গরম কমা সম্ভাবনা নেই সেই সাথে সম্ভাবনা নিয়ে বৃষ্টিরও। অন্যদিকে স্বাভাবিকভাবেই এই গরমে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
একই সাথে গরম পড়তে শুরু হয়েছে ঘামাচির উপদ্রব সাধারণভাবে এই গরমে ত্বকের উপর লাল লাল ফুসকুড়ি দেখা দেয়, যাকে আমরা ঘামাচি বলি। আর অতিরিক্ত পরিমাণে ঘামাচ্ছি ডেকে আনতে পারে ত্বকের বিভিন্ন সমস্যা। তাছাড়া এই গরমে রোদে বেরোলে লাল হতে শুরু করে শরীর সেই সাথে জ্বলতে শুরু করে ত্বক।
তাই গরমের হাত থেকে রেহাই পেতে একাধিকবার চান করি আমরা সকলেই। অন্যদিকে অনেকেই আছেন যারা এই গরমে বাইরে বেরোলেই ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির ট্যালকম পাউডার। যা শরীরকে অতিরিক্ত ঘামের হাত থেকে বাঁচায় সেই সাথে শরীরে ময়লা বসতে দেয় না। তবে অতিরিক্ত পরিমাণে পাউডারের ব্যবহার শরীরের পক্ষে কিন্তু কোনভাবেই ভালো না। আমাদের শরীরের রোম কূপ বন্ধ হয়ে যেতে পারে এই পাউডারের ফলে।। যার ফলে শরীর থেকে দূষিত পদার্থ বেরোতে পারে না।
তবে অল্প পরিমাণে ট্যালকম পাউডার ব্যবহার করা যেতেই পারে। এর ফলে শরীর থেকে ঘামের দুর্গন্ধ উধাও হয়ে যায় এবং একই সাথে সারাদিনের ক্লান্তি মুহূর্তের মধ্যে উড়ে যায়। শুধু তাই নয়, ত্বকের জ্বালা ভাব এবং স্কিনের যেকোনো সমস্যা সহজেই দূর করে দেয় এই ঠান্ডা পাউডার।a










