Electricity Cost: গরম পড়তেই প্রতিটি বাড়িতে চলতে শুরু করেছে পাখা। কারণ এই গরমের হাত থেকে রক্ষা পেতে ফ্যান ছাড়া এক মুহূর্ত চলা যাবে না। তবে ফ্যান বলতে শুধুমাত্র কিন্তু সিলিং ফ্যান নয় তার মধ্যে রয়েছে স্ট্যান্ড ফ্যান এবং টেবিল ফ্যান। তাই সকলেই নিজের ইচ্ছার মত বিভিন্ন ধরনের ফ্যান কিনে নেন গরমের হাত থেকে মুক্তি পেতে।
যদিও আগেকার দিনে যখন বিদ্যুতের প্রচলন হয়নি সেই সময়তেও ছিল টেবিল ফ্যান তবে তা চলতো তাপ শক্তিকে কাজে লাগবে। কিন্তু বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে ধীরে ধীরে বিদ্যুতের প্রচলন হয়েছে সর্বত্র। তবে বিদ্যুতের প্রচলন যেমন হয়েছে তেমন সাধারণ মানুষ ভাবতে শুরু করেছেন কিভাবে বিদ্যুতের অপচয় কমানো যায় কিভাবে কমানো যায় বিদ্যুতের বিল।
কিন্তু জানেন কি আপনার বাড়ির কোন ফ্যান কত পরিমানে বিদ্যুৎ অপচয় করে! তাহলে শুনুন, সিলিং ফ্যানের মোটর স্বাভাবিকভাবে অন্যান্য ফ্যানের তুলনায় অনেকটাই ভারী। তাই এই ধরনের ভারি মোটর চালাতে বিদ্যুতের প্রয়োজন হয় ৭০ থেকে ৯০ ওয়াট মতো, অন্যদিকে আবার পুরনো দিনের ফ্যান যার মোটর ১০০ থেকে ১৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে।
তাছাড়া ছোট টেবিল ফ্যান ৫০ থেকে ৬০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ নিয়ে থাকে এবং একটু হাই স্পিডের স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রে তার পরিমাণ হয় ৬০ থেকে ৮০ ওয়াট। সেক্ষেত্রে বিদ্যুতের বিল আসবে অনেকটাই বেশি। তবে বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, বর্তমানে ব্রাসলেস মোটর নিয়ে এসেছে বিভিন্ন সংস্থা, যা অনেকটাই কম বিদ্যুৎ অপচয় করে।