Experts Confirm: কানের ময়লা বের করতে ইয়ারবাডসের ব্যবহার নয়

Earbuds Are Not Meant for Earwax Removal

আমাদের দেহের প্রতিটা অঙ্গ আমাদের সাধারণ জীবন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে অন্যতম অঙ্গ হলো গান যা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। অনেক সময় গান কোন কারনে ক্ষতিগ্রস্ত হলে আমাদের দেহের ভারসাম্য এক পাশাপাশি মস্তিষ্কের ভারসাম্য বিগড়ে যায়। তাই কানের প্রতি বিশেষ যত্ন নেওয়া আমাদের খুবই জরুরি।

অনেক সময় কানে অতিরিক্ত পরিমাণে ময়লা হলে কিংবা কানে স্নান করার সময় জল ঢুকে গেলে একটা অস্বস্তি ভাব থেকে যায়। অনেকেই ইয়ারবাডসের ব্যবহার করেন কান থেকে ময়লা বের করে আনার জন্য। তবে এই পদ্ধতি একেবারেই নিরাপদ নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

   

বিশেষজ্ঞদের মতে, কোন কারনে আমাদের কানের পর্দা ফেটে গেলে কিংবা জোরে আঘাত লাগলে বড় ক্ষতি হতে পারে। ধেয়ে আসতে পারে ভার্টিগোর মতো মারাত্মক রোগ। তাই কানে ময়লা জমলে খুব হালকা করে সেই ময়লা বার করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি কোনো কারণে সে ময়লা বেরোতে না পারে তাহলে সামান্য পরিমাণে সরষের তেল কানের মধ্যে দেওয়া যেতে পারে।

অন্যদিকে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ধরনের ইয়ার ড্রপ, যা কানের মধ্যে থাকা ময়লাকে নরম করে দেয়। ফলে সহজেই কানের মধ্যে জমে থাকা ময়লা বেরিয়ে আসতে পারে। পাশাপাশি যদি কোন কারনে কানের মধ্যে পুঁজ কিংবা রক্তক্ষরণ হয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন