Benefits of Mango: গরমে শুধু খাদ্য তালিকায় নয়, ত্বকের যত্ন নিতেও ব্যবহার করুন পাকা আম

গরম পড়তেই বাজারে দেখা মিলতে শুরু করেছে আমের। আর বাঙালি যে বরাবরই আম প্রিয় তা নিয়ে কোন সন্দেহ নেই। বর্তমানে বিভিন্ন সংস্থা বাজারে নিয়ে এসেছে আমের (Mango) জুস যা সারা বছরই বাজারে পাওয়া যায়।

Woman holding a ripe mango, showcasing the skin benefits of mango in summer.

গরম পড়তেই বাজারে দেখা মিলতে শুরু করেছে আমের। আর বাঙালি যে বরাবরই আম প্রিয় তা নিয়ে কোন সন্দেহ নেই। বর্তমানে বিভিন্ন সংস্থা বাজারে নিয়ে এসেছে আমের (Mango) জুস যা সারা বছরই বাজারে পাওয়া যায়। কিন্তু তাতেও মন ভরে না বাঙালির কারণ আমের জুস আর খোসা ছাড়িয়ে আম খাওয়ার মধ্যে রয়েছে একটা পার্থক্য রয়েছে একটা তৃপ্তি যা কোনোভাবেই বোতল বন্দী আমের জুসে মেলেনা। তাই বিশেষ করে এই রাজ্যে আমের চাহিদা থেকে প্রচুর পরিমাণে সে যত টাকায় লাগুক না কেন আম খাওয়া কিন্তু চাই।

তবে জানেন কি আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে পাকা আম। হ্যাঁ, এই রোদে বেরোলে অনেক সময় ত্বকের উপর ট্যান পড়ে যেতে দেখা যায় সেই সমস্ত দাগ খুব সহজেই দূর করতে পারে আম। মূলত আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন সি এবং ভিটামিন এ। যা ত্বকের বলি রেখা দূর করতে পারে সহজেই।

তাছাড়া আমের মধ্যে থেকে ভিটামিন সি, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। ঠিক একইভাবে ত্বকের আর আদ্রতা বজায় রাখতে সাহায্য করে আম। তাই বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত দুদিন পাকা আমের রস সরাসরি মুখে লাগিয়ে নিন। যার ফলে ত্বকে যে কোনো ধরনের দাগ সহজেই মিটে যাবে বিশেষ করে ব্রণর দাগ উধাও হয়ে যাবে সহজেই।