Peepul Tree: একটা সময় ছিল যখন সাধারণ মানুষ অসভ্য শক্তিকে মুক্তি পেতে ভরসা রাখতে ভেষজ উদ্ভিদের উপর, যাকে আমরা এক কথায় আয়ুর্বেদিক চিকিৎসা বলে থাকি তবে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে ঠিক সেই কারণে বাজারে এসেছে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথির মতো ওষুধ যা আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসার থেকে অনেকটাই উন্নত।
অন্যদিকে আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা থেকে অনেক দ্রুত কাজ করে। কিন্তু এই সমস্ত ওষুধের দাম ভেষজ ওষুধের থেকে অনেকটাই বেশি। আয়ুর্বেদিক পদ্ধতিতে মূলত গাছের শিকড় কান্ড পাতা প্রভৃতি দিয়ে তৈরি করায় বিভিন্ন ধরনের ওষুধ যা মানুষের বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের সাহায্য করে। ঠিক তেমনই একটি উদ্ভিদ হল পিপুল গাছ যা দেখতে অনেকটা পান পাতার মতো।
গুল্ম জাতীয় এই উদ্ভিদে রয়েছে প্রচুর ভেষজ গুণ। যা বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। এই উদ্ভিদ মূলত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় যদিও অনেকেই আগাছা মনে করে এই উদ্ভিদকে তেমন পাত্তা দেন না। শ্বাসকষ্ট থেকে শুরু করে পেটের সমস্যা অর্শ সুগার কোষ্ঠকাঠিন্য বাতের ব্যথার মতো একাধিক সমস্যা নিরাময়ের সাহায্য করে এই উদ্ভিদ।
প্রতিদিন যে কোন খাবারের সাথে ধনে পাতার মতো মিশিয়ে নেওয়া যেতে পারে পিপুল পাতা তাছাড়া রোদ সকালে ঘুম থেকে উঠে লাল চায়ের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এই পাতা। যা আমাদের সারাদিনের কাজে এনার্জি জুগিয়ে চলে পাশাপাশি অতিরিক্ত মেদ সহজে জড়িয়ে ফেলতে পারে।