ভাইফোঁটায় ভাইয়ের মঙ্গল কামনায় কোন দিকটি শুভ? জানুন বিস্তারিত

Bhai Dooj 2025: Auspicious Tika Timings and Vrat Details Inside
Bhai Dooj 2025: Auspicious Tika Timings and Vrat Details Inside

বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম প্রধান উৎসব ভাইফোঁটা (Bhai Phonta) । কালীপুজো মিটতেই ঘরে ঘরে শুরু হয় ভাইবোনের পবিত্র ভালোবাসার উৎসব—ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। হিন্দু ধর্ম অনুযায়ী, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই পবিত্র দিনটি।

পঞ্জিকা অনুযায়ী, ২০২৫ সালে ভাইফোঁটা পড়েছে ২২ অক্টোবর, বুধবার। বাংলা ক্যালেন্ডারে এটি ৫ কার্তিক। দ্বিতীয়া তিথি শুরু হবে ২২ অক্টোবর রাতে ৮টা ১৮ মিনিটে, যা শেষ হবে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার রাতে ১০টা ৪৭ মিনিটে।

   

ভাইফোঁটা কেবল একটি সামাজিক উৎসব নয়, এটি ধর্মীয় রীতিনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সঠিক নিয়মে পালিত হলে এটি ভাইয়ের দীর্ঘায়ু, সুখ এবং মঙ্গল কামনায় অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।

ভাইফোঁটার সময় ভাইকে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে মুখ করে বসতে হয়। বোন বসবে পূর্ব বা উত্তর-পূর্ব দিকে মুখ করে। এটি শাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশ। ফোঁটা দেওয়ার আগে পর্যন্ত বোনদের উপবাস থাকার বিধান রয়েছে। অর্থাৎ, ফোঁটা দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়। ফোঁটা দেওয়ার পর ভাইয়ের মুখে মিষ্টি দিয়ে, নিজের উপবাস ভঙ্গ করবেন বোন। একটি থালায় রাখা হয় সিঁদুর, ধান, দূর্বা, দুগ্ধ ও চন্দনের ফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে উচ্চারণ করা হয় একটি মন্ত্র—

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দিল ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাই যেন হয় দীর্ঘজীবী” ফোঁটার পর ভাইকে অবশ্যই মিষ্টিমুখ করাতে হয়। এটি শুধু রীতিই নয়, এটি শুভতার প্রতীক। অনেকে লুচি, সন্দেশ, রসগোল্লা বা পায়েস দিয়ে ভাইকে খাওয়ান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন