Beauty: তেল-শ্যাম্পু নয় গরমে চুলের যত্নে আইস কিউব

use-ice-cube-in-summer-hair-care

Beauty Tips: গরম পড়লেই চুল ওঠার সমস্যায় ভোগেন অনেকে। দামি শ্যাম্পু, তেল, হেয়ার ট্রিটমেন্ট করেও লাভ হয় না। আসলে গরমের সময় আমাদের মাথার ত্বকে যে ঘাম জমে, এর থেকেই চুল ওঠার সমস্যা শুরু হয়। তবে গরমে চুলের সমস্যার প্রতিকার বাড়িতেই রয়েছে।

Advertisements

আমাদের ঘামের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। যা চুলের কেরাটিনের সংস্পর্শে ল্যাকটিক অ্যাসিড এলে চুল ভঙ্গুর হয়ে ঝরে যায়। এছাড়া মাথার স্ক্যাল্পে ঘাম জমে ব্যাকটিরিয়ার সংক্রমণ হওয়ার আশঙ্কাও থাকে। যার ফলে চুল নষ্ট হয়ে যায়। চুলের যত্নে আইস কিউবের চেয়ে ভালো আর কিছু নেই। হ্যাঁ, নিশ্চয়ই অবাক হচ্ছেন? তাহলে জেনে রাখুন, এই একটি জিনিস যা চুল দ্রুত বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতেও সাহায্য করে।

কি কি লাগবে:

আইস কিউব তৈরির উপকরণ, মেথি বীজ – ২ চা চামচ, চাল – ২ চা চামচ, রোজমেরি তেল – ৫ থেকে ৬ ফোঁটা

কীভাবে তৈরি করবেন:

Advertisements

একটি পাত্রে মেথি বীজ এবং চাল মিশিয়ে নিন। এবার এতে দু-কাপ জল দিয়ে সারারাত রেখে দিন। সকালে এই জল ছেঁকে নিন এবং এতে রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটি আইস কিউব ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিন। এর পর ব্যবহার করুন এই আইস কিউব।

আইস কিউব ব্যবহার করবেন যেভাবে:

চুলে আইস কিউব লাগানোর আগে খেয়াল রাখবেন মাথার স্ক্যাল্প যেন পরিষ্কার থাকে।এরপর এটি দিয়ে মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। কিছু সময়ের জন্য রেখে দিন। নিয়মিত ব্যবহার রক্ত সঞ্চালন বাড়ায়, যা দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে। লাগানোর এক ঘণ্টা পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। গরমে এই কৌশলটি ২ থেকে ৩ দিন পর পর ব্যবহার করুন আর দেখুন চমক।