Beauty: এক লিপস্টিকে ৩ কাজ সিদ্ধি

Beauty: প্রত্যেকেরই সাজের একটা নির্দিষ্ট ধরণ আছে। কোনো একটা জিনিস না হলেই সাজ কমপ্লিট নয়। যেমন ধরুন লিপস্টিক। গ্লস, ম্যাট, মেটালিকসের মতো একের পর এক…

3-tasks-in-one-lipstick

Beauty: প্রত্যেকেরই সাজের একটা নির্দিষ্ট ধরণ আছে। কোনো একটা জিনিস না হলেই সাজ কমপ্লিট নয়। যেমন ধরুন লিপস্টিক। গ্লস, ম্যাট, মেটালিকসের মতো একের পর এক লিপস্টিকের রঙ আমাদের সুন্দর করে তোলে। তেমনি আবার পছন্দের রঙে মন ভালোও হয়ে যায়। তবে মাঝে মাঝে যদি একটা লিপস্টিককেই কখনও ক্রিম, কখনও গ্লসি, কখনও আবার ম্যাট ফিনিশ দিয়ে পরা যায়, তা হলে স্টাইল আর পকেট, দুটোই বজায় থাকে, তাই না? রইল সেই টিপস আপনাদের জন্য-

আপনার সবচেয়ে পছন্দের লিপস্টিক শেডটা বেছে নিন। এই শেডটিই আপনি টিন্টেড লিপ বাম, চকচকে গ্লস আর পাউডার ম্যাটের মতো করে পরতে পারবেন।  কীভাবে, জেনে নিন তাহলে –

  • অনামিকায় অল্প একটু লিপস্টিক নিয়ে ঠোঁটে পরুন। তবে সবসময় অনামিকাই ব্যবহার করবেন, কারণ এই আঙুলের জোর সবচেয়ে কম। যেহেতু আপনি স্বচ্ছ্ব ফিনিশ চাইছেন, তাই আঙুল দিয়েই লিপস্টিক পরুন। সরাসরি পরতে গেলেই রং গাঢ় হয়ে যাবে। এবার তার উপরে স্বচ্ছ লিপ বাম বুলিয়ে নিন। ব্যস এতে রংটা স্পষ্ট হবে, আর খুব সুন্দর টিন্টেড ফিনিশ পাবেন।
  • ঠোঁটে লিপস্টিক বুলিয়ে নিন স্বাভাবিকভাবে। এরপর উপর, নিচের ঠোঁটের ঠিক মাঝামাঝি ট্রান্সপারেন্ট শিমারি গ্লস লাগিয়ে নিন। মাঝখানে গ্লস পরলে লিপস্টিক ধেবড়ে যাবে না, আর আপনিও দারুণ গ্লসি ফিনিশ পাবেন।
  • একটা লিপব্রাশে অল্প একটু লিপস্টিক নিয়ে ঠোঁটে পরুন। ব্রাশ দিয়ে লিপস্টিক পরলে সেটি ঠোঁটের আউটলাইন অনুযায়ী একদম নিখুঁত হয়ে উঠবে। এরপর টিস্যু চেপে বাড়তি চকচকে ভাবটা তুলে দিন। সেকেন্ড কোট লিপস্টিক পরুন এবার, আবার টিস্যু চেপে বাড়তি অংশ তুলে ফেলুন। এরপর সামান্য লুস পাউডার ছড়িয়ে নিলেই আপনার পাউডার ম্যাট ফিনিশ লুক হাজির।