Hidden dangers of antibiotics: বর্তমানে আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের বাসা বাঁধতে শুরু করে বিভিন্ন ধরনের রোগ। যার মধ্যে অন্যতম হলো সর্দি কাশি তাই এই রোগের হাত থেকে মুক্তি পেতে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে ফেলি চিকিৎসকের পরামর্শ ছাড়াই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন আবহাওয়ার পরিবর্তনের ফলে সর্দি কাশি কিংবা ফ্লু খুবই সাধারণ একটি ব্যাপার তাই যখন তখন ওষুধ খাওয়া ঠিক নয়।
বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের কথা তারা বলছেন। কারণ যদি আমরা অল্প অসুস্থতাতেই এই ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি তাহলে শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করতে পারে না।
শুধু তাই নয়, এই ধরনের কাজ শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। কারণ বারবার এন্টিবায়োটিক খাওয়ার ফলে শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা নিস্তেজ হয়ে পড়ে এবং প্রয়োজনে সে ঠিকভাবে কাজ করতে পারে না। শুধু তাই নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি অ্যান্টিবায়োটিক কাজ করে না ঠিকভাবে। তাই প্রয়োজনের সময় চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিলেও তা শরীরে কোনভাবেই কাজ করে না।
বিশেষ করে বলছেন অল্প ঠান্ডাতে কোনভাবেই নেওয়া যাবে না অ্যান্টিবায়োটিক কারণ তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং রাসায়নিক পদার্থ যে শরীরে পক্ষে বেশি পরিমাণে কোনভাবেই ভালো না। তাই রোগীর হাত থেকে মুক্তি পেতে প্রাকৃতিক জিনিসের উপর এবং শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করতে বলছেন চিকিৎসকরা।
তাছাড়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি বা দুটি তুলসী পাতা এবং তার সাথে মধু খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শরীরে সর্দি কাশি কমাতে বিশেষভাবে কার্যকরী বাসক পাতার রস।
#Antibiotics #Harmful #SmallDoses #Danger #HiddenRisks