HomeLifestyleColon Cancer: কোলন ক্যানসারের ৫টি লক্ষণ, অবহেলা করলেই চরম বিপদ

Colon Cancer: কোলন ক্যানসারের ৫টি লক্ষণ, অবহেলা করলেই চরম বিপদ

দিনে মলত্যাগের সময় আচমকা পরিবর্তন কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ। হঠাৎ বমি বমি ভাব ও ওজন কমে যাওয়াও কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে

- Advertisement -

সব বয়সীদের মধ্যেই দেখা দিতে পারে কোলন ক্যানসারের (Colon Cancer)। তবে মধ্য বয়সীদের মধ্যে বেশি দেখা দেয় এই ক্যানসার। প্রাথমিকভাবে কোলনের ভেতর অতিরিক্ত মাংসপিণ্ডের সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই মাংসপিণ্ডগুলো ক্যানসারে রূপান্তরিত হতে পারে। মলদ্বারে প্রদাহ, মলত্যাগের সময় তীব্র যন্ত্রণা কিংবা রক্তপাতের মতো সমস্যা কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ।

কোলন ক্যানসারের আরও কিছু লক্ষণ আছে, যা অবহেলা করলেই বিপদ । দিনে মলত্যাগের সময় আচমকা পরিবর্তন কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ। হঠাৎ বমি বমি ভাব ও ওজন কমে যাওয়াও কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে।

   

কোলন ক্যানসারের রোগীদের মলত্যাগের সময় ব্যথা ও যন্ত্রণা অনুভূত হতে পারে। মলত্যাগের পরও মল রয়ে যাওয়ার অনুভূতি দেখা যায়। সরু ফিতার মতো মল নির্গত হওয়াও কোলন ক্যানসারের এক লক্ষণ। মলদ্বারে রক্তপাত কোলন ক্যানসারের অন্যতম প্রধান লক্ষণ।

অর্শ্বের সমস্যাতেও মলদ্বারের রক্তপাত হয়। তবে এই রক্তপাতের মধ্যেও আছে তারতম্য। অর্শ্ব রোগীদের ক্ষেত্রে যে রক্তপাত হয় তা সাধারণত লাল। অন্যদিকে কোলন ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই রক্ত কালচে রঙের হয়। কালচে রং দেহের অভ্যন্তর থেকে নির্গত রক্তের সূচক। হঠাৎ করেই পেটে ব্যথা হওয়ার কোলন ক্যানসারের আরেকটি সাধারণ লক্ষণ।

কোলন ক্যানসারে যেহেতু অন্ত্র থেকে রক্তপাত হয় তাই, এটি শরীরে রক্ত স্বল্পতা তৈরি করে। ফলে শরীর হয়ে পড়ে ক্লান্ত। এসব লক্ষণ সাধারণ ভেবে অনেকেই ভুল করেন। ফলে পরবর্তী সময়ে ক্যানসার ছড়িয়ে পড়ে শরীরে। তা ছোটখাট কিছু পরিবর্তন দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular