এবার হলুদ ট্যাক্সি (Kolkata Taxi) চলবে অ্যাপের মাধ্যমে। অ্যাপের নাম ‘যাত্রী সাথী’। ক্যাবকেও রাজ্য সরকারের এই নয়া অ্যাপের আওতায় নিয়ে আসবে। মিটার ট্যাক্সি যেমন মিটারে না চালিয়ে যেমন খুশি ভাড়া চায়। তেমনই ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলোও চার্জের নাম করে যাত্রীদের পকেট ফাঁকা করে । ক্যাব-ট্যাক্সির দৌরাত্ম্য একেবারে নাজেহাল সাধারণ মানুষ।
সুরাহা দিতেই রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে নয়া অ্যাপ “যাত্রী সাথী”। পরিবহণ দপ্তরের কর্তারা জানিয়েছেন, যেখানে ভাড়া ওলা-উবেরের থেকে অনেকটাই কম। উল্লেখ্য, হাওড়া-শিয়ালদহ সহ অন্যান্য ট্যাক্সিস্ট্যান্ডে পুলিশই ট্যাক্সিচালকদের ফোনে এই অ্যাপ ডাউনলোড করে দিচ্ছে। যাদের হাতে স্মার্টফোন নেই, সেই চালকদের গাড়ির নম্বর এবং ফোন নম্বর রেকর্ড করে রাখা হচ্ছে। পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা বিমানবন্দর, হাওড়া, শিয়ালদহ ও কলকাতা রেল স্টেশনে চালু করা হবে পরিষেবা।
পরিবহণ ও তথ্যপ্রযুক্তি দপ্তরের কর্তারা জানাচ্ছেন, হলুদ ট্যাক্সির পাশাপাশি ওলা, উবরের মতো অ্যাপ ক্যাবগুলিকে নিয়ন্ত্রণ করাই লক্ষ্য। কারণ শুধু যাত্রী রিফিউজাল নয়, সারচার্জের নামে দিনের বিভিন্ন সময়ে বে-আইনিভাবে ভাড়া বাড়ায় এই সংস্থাগুলি।
তাছাড়া এখন বাজারে চলা অ্যাপ ক্যাব নিয়ে যাত্রীদের পাশাপাশি ভাড়া নিয়ে সংস্থাগুলির বিরুদ্ধে গাড়ির মালিকদেরও বিপুল অভিযোগ রয়েছে। অ্যাপ ক্যাব সংস্থাগুলির সঙ্গে গাড়ির মালিকদের কোনও চুক্তি না-থাকায় যখন তখন নানা অজুহাতে আইডি বন্ধ করে দেওয়া অভিযোগ ওঠে। একইসঙ্গে যে টাকা ভাড়া থেকে পান চালকরা তার ৩০-৪০ শতাংশ টাকাও কোনও কোনও সময় কেটে নেয় সংস্থাগুলো।