পথ কুকুরদের খাওয়ানো যাবেনা এই অভিযোগে মারধরের অভিযোগ উঠলো খোদ সল্টলেকে। সল্টলেকের ই সি ব্লকের সরকারি আবাসনের অধিবাসীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ওই মহিলাকে মারধর করেছেন। শনিবার রাতে বেনু আঠা নামে ওই মহিলা পথ কুকুরদের খাবার দিচ্ছিলেন। এলাকায় পশুপ্রেমী হিসেবে তার নাম আছে , প্রত্যেকদিন প্রায় আড়াইশো পথকুকুরকে খেতে দেন তিনি। অভিযোগ উঠেছে এদিন কুকুরদের খাওনোর সময় ওই আবাসনের কিছু বাসিন্দা লোহার রড,বাঁশ, ইট দিয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। কুকুরদের খাওয়ানো যাবেনা এই অভিযোগে প্রথমে কথা কাটাকাটি ও পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়।
আক্রান্ত বেনু দেবীর বয়ান অনুযায়ী জানা ২৫ যুবক অতর্কিতে তার উপর হামলা করে। প্রধানত এই কুকুরদের খাওনোর ব্যাপার টা আবাসিকদের একাংশ ভালোভাবে নেন না। এর আগেও মহিলাকে একাধিকবার হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান। শুধু শারীরিক নির্যাতনই নয় আছাড় মেরে ভেঙে দেওয়া হয় মোবাইল, ভেঙে দেওয়া হয় স্কুটি ও। আবাসনেরই কয়েকজন যুবক ও প্রবীণ মহিলাকে বাঁচাতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। অতর্কিত ঘটনার রেশ সামলে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন বেনু দেবী। পুলিশের কাছে তিনি অভিযোগ জানান ঠিক একই কারণে কিছুদিন আগে তার ছেলেকেও মারধর করা হয়েছে। স্বভাবতই এই ঘটনায় ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন আক্রান্ত মহিলা।
বহু সময় ময়দান বা অন্যান্য পার্কে মানুষ পথ কুকুরদের খাবার দিয়ে থাকেন। কিন্তু বেশ কিছু স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন যে, এতে কুকুরদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে পার্কে নিরাপত্তার সমস্যা তৈরি হচ্ছে এবং কুকুরেরা মানুষদের ওপর আক্রমণও করতে পারে। এই নিয়ে একাধিক বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিন্তু এই অভিযোগে কাউকে শারীরিক ভাবে নিগ্রহ করা একেবারেই নজির বিহীন। তবে স্থানীয় প্রশাসন এই ঘটনার সঠিক তদন্ত করার আশ্বাস দিয়েছে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করবার কোথাও বলেছে।