কলকাতা: ভ্রমণের লোভ দেখিয়ে টাকা হাতানোর ব্যবসা চলছিল রমরমিয়ে৷ তাও আবার দক্ষিণ কলকাতার মতো জায়গায়৷ কিন্তু কথাতে আছে না অসৎ পথে ব্যবসা বেশি দিন চলে না৷ তেমনি হল এই সংস্থার সঙ্গে৷ অবশেষে প্রকাশ্যে এল জালিয়াতি করা এই সংস্থাটি৷ পুলিশের জালে ধরা পড়ল ওই চক্রের এক মহিলা৷
জানা গিয়েছে, আন্টার্কটিকা ভ্রমণের লোভ দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠছে ওই সংস্থার বিরুদ্ধে৷ পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা৷ আন্টার্কটিকার কিছু ছবি সহ দেওয়া হয়েছিল বিজ্ঞাপন৷ সেই বিজ্ঞাপন দেখেই মেতেছিলেন কয়েকজন ভ্রমণপিপাসু বাঙালি৷ অভিযোগ, এরপরই একেকজন ভ্রমণপিপাসুর কাছ থেকে অন্তত এক কোটি টাকা হাতিয়েছে এই চক্রটি৷
এই অভিযোগের ভিত্তিতেই চক্রের মাথা এক মহিলাকে গ্রেফতার করেন দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম শ্রেয়শী বিশ্বাস৷ সূত্রের খবর, আন্টার্কটিকায় কেউ যেতে গেলে তাঁকে বিভিন্ন ধরনের মেডিক্যাল পরীক্ষা দিতে হয়৷ কিন্তু ইচ্ছুক ভ্রমণকারীদের বলা হত, তাঁদের বয়স কোনও সমস্যা নয়, বা মেডিক্যাল রিপোর্ট পেতে অসুবিধা হবে না৷
ভ্রমণপিপাসুদের অভিযোগ, এই লোভ দেখিয়ে আগাম টাকা নিতে শুরু করে চক্রটি৷ তার বদলে ভ্রমণ সংক্রান্ত কিছু নথিও দেয়৷ কিন্তু আন্টার্কটিকা যাত্রার আগে তাঁরা জানতে পারেন ওই নথিগুলি ভুয়ো৷ সেই সঙ্গে টালিগঞ্জের ওই অফিসে যোগাযোগ করেন৷ কিন্তু সেখানে কেউ ফোন ধরেনি৷ তাছাড়া তাঁরা টাকাও ফেরত পাননি৷ এরপরই ওই ভ্রমণকারীরা সংস্থার বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন৷