পালাও, সব সরিয়ে নাও …অয়ন শীলের বান্ধবী শ্বেতা জানত ইডি আসছে, কে তার সোর্স?

নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আরও এক মহিলা! এই মামনায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের (Ayon Shil) ফোনে এক মহিলাকে মেসেজে চমক।

Shweta

নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আরও এক মহিলা! এই মামনায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের (Ayon Shil) ফোনে এক মহিলাকে মেসেজে চমক। তিনি অয়ন শীলকে জানাচ্ছেন, পালিয়ে যাও, জিনিসপত্র সরিয়ে দাও। ইডি আসতে পারে৷ কে সে?

Advertisements

ইডির নজরে এবারে অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তী। মেসেজে অয়নকে আগেভাগেই ইডি হানার কথা কীভাবে জানিয়ে দেয় শ্বেতা ? উঠছে এই প্রশ্ন। তবে শ্বেতার বাবার দাবি অয়নের স্ত্রীর সঙ্গে আলাপ ছিল শ্বেতার। আমার মেয়ে নির্দোষ।

Advertisements

শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে ইডি। নিয়োগ দুর্নীতি সম্পর্কিত একাধিক বিস্ফোরক তথ্য অয়নের কাছ থেকে মিলেছে বলে ইডির দাবি। কিন্তু শ্বেতা কী করে অভিযানের কথা জানতে পারল? এ রহস্যে চিন্তিত ইডি। তার ফোন থেকে পাওয়া তথ্য ভাবিয়ে তুলছে তদন্তকারী সংস্থাকে। ইডির কাছ থেকেই খবর বেরিয়ে এসেছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷