পরিত্যক্ত বাড়িতে পড়ে থাকা ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ, এলাকায় চাঞ্চল্য

সোমবার বাগুইআটির জর্দা বাগান এলাকায় বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ তবে ব্যাগের মধ্যে কঙ্কাল উদ্ধারকে ঘিরেই এই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর…

baguahati

সোমবার বাগুইআটির জর্দা বাগান এলাকায় বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ তবে ব্যাগের মধ্যে কঙ্কাল উদ্ধারকে ঘিরেই এই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকাবাসী আতঙ্কিত। তাই সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ । জানা যায় ওই দিন রাস্তা দিয়ে যাওয়ার পথে স্থানীয়রা দেখতেপান পরিত্যক্ত বাড়ির জঞ্জালে পড়ে থাকতে একটি ব্যাগ। দেখার পর তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তার পর সেদিকে এগিয়ে গিয়ে তারা দেখতে পান যে ওই ব্যাগের মধ্যে রয়েছে মাথার খুলি ও হাড়। এই দৃশ্য চোখে আসার পরেই স্থানীয়রাই খবর দেন পুলিশকে । খবর পেয়েই বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যাগ উদ্ধার করেন।

উদ্ধারের পর সেগুলো মানুষের মাথার খুলি আর হাড় কি না তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ পাশাপাশি মাথার খুলি ও হাড়গুলি কত পুরনো এবং সেগুলি মহিলা না পুরুষের তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা ৷ ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এলেই সমস্ত বিষয়টি পরিস্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ তবে সঠিক তথ্য উদ্ধার করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা ৷ প্রয়োজনে তাঁদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ ঘটনা সম্পর্কে আরও তথ্য জানতে আশেপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা ৷

   

স্থানীয় বাসিন্দাদের মতে ওই বাড়িতে কেউ থাকে না। যে সকল সদস্য রয়েছে তারা অন্য রাজ্যে থাকে। কখনও তারা এখানে আসেনও না। তবে এই ব্যাগ দেখার পর আমরাই পুলিশকে খবর দিই। খবর পেয়ে সেই মুহূর্তেই এই স্থানে এসে হাজির হয় পুলিশ। এবং ওই কঙ্কালের ব্যাগ উদ্ধার করে নিয়ে যায়। তবে এই কঙ্কাল কে ঘিরে উঠছে নানান প্রশ্ন। কারন কয়েকদিন আগে কলকাতায় এসে খুন হন বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম । তার দেহের সমস্ত অংশ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাই তার খুনের সাথে এই কঙ্কালের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।