তাপমাত্রার পরিবর্তন না হলেও থাকবে কুয়াশা, সপ্তাহের শুরুতে বদল আলিপুর পূর্বাভাসের

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস সপ্তাহ শুরুর পরেই কার্যত বদলে গেল। পূর্বে পারদ পতনের ইঙ্গিত দেওয়া হলেও বর্তমানে এখনই সেই চিত্র দেখা যাবে না বললেই…

West Bengal Weather Update

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস সপ্তাহ শুরুর পরেই কার্যত বদলে গেল। পূর্বে পারদ পতনের ইঙ্গিত দেওয়া হলেও বর্তমানে এখনই সেই চিত্র দেখা যাবে না বললেই চলে। বরং হাওয়া অফিসের (West Bengal Weather Update) তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা তেমন হেরফের হবে না।

আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। আর তা সপ্তাহের শুরুতেই হতে চলেছে বলে আগে থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কিন্তু এবার সপ্তাহ শুরু হতেই সেই পূর্বাভাস কার্যত বদলে গেল।

   

যদিও আবহাওয়া অফিস জানিয়েছিল, সোমবার শহরের কিছু কিছু জায়গায় সকালের দিকে হালকা কুয়াশা থাকবে কিন্তু এখন বৃষ্টির সম্ভাবনা যে নেই তা আগেই জানিয়েছিল তারা। তবে এর পাশাপাশি উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলি নিয়েও পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। সেখানে তাপমাত্রা কমতে পারে বলে আগে জানিয়েছিল তারা।

কিন্তু সেই পূর্বাভাস বদলে নতুন পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তরের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তবে সেখানে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা দিলেও তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছে আলিপুর। তবে উত্তরের কোথাও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি তারা।

অন্যদিকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহবিদরা। তাঁদের নতুন পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় মঙ্গলবার ও বুধবার সামান্য বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে বুধবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর থেকে আর কোথাও তেমন কোন বৃষ্টির পূর্বাভাস নেই।

আবহাওয়া শুকনো থাকলেও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর।