ধীরে ধীরে বঙ্গে পারদ নামতে শুরু করেছে। ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। তবে কলকাতা সহ বিভিন্ন জেলায় (West Bengal Weather Update) শীতের আমেজ অনুভূত হলেও এখনও পর্যন্ত সেভাবে জাঁকিয়ে শীত পড়েনি বললেই চলে। তবে এর মধ্যেই নিম্নচাপের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে মিলেছে বৃষ্টির পূর্বাভাস। ২৭ নভেম্বর অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’-এর প্রভাবে বঙ্গের কম-বেশি প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আর এই বৃষ্টির পর্ব পেরোলেই জাঁকিয়ে শীত পড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এখন প্রায় প্রতিদিনই সকালে বইছে উত্তুরে হাওয়া। তবে জানা যাচ্ছে, বর্তমানে ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’-এর প্রভাবে জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। কিন্তু বুধবার কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়ারের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজকে প্রায় সকাল থেকেই শীত অনুভূত হবে।
কলকাতায় ফের চাহিদা বাড়ল হীরের, বিয়ের মরশুমে কত দামে বিকোচ্ছে এই ধাতু?
তবে বুধবার কলকাতায় তেমন বৃষ্টির কোন পূর্বাভাস প্রায় নেই বললেই চলে। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের পূ্ৃর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় মূলত কুয়াশা থাকবে। তবে যত বেলা বাড়বে ততোই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।
কিন্তু ওদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রায় সব জেলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায় এই সময় বাড়তে পারে কুশায় দাপট। প্রসঙ্গত, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর যে অতি গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা ইতিমধ্যেই অনেকগুণ শক্তি বাড়িয়েছে। শীঘ্রই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে মৌসম ভবন।
ইভিএম ত্রুটির অভিযোগ অস্বীকার, পেপার ব্যালটের PIL খারিজ সুপ্রিম কোর্টের
২৭ নভেম্বর ‘ফেঙ্গল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফ থেকে। জানা যাচ্ছে, ২৮ নভেম্বর এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ৬৫-৭৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। এই সময়ে দমকা বাতাসের বেগ প্রতি ঘণ্টায় থাকতে পারে ৮৫ কিমি পর্যন্ত। সেইসঙ্গে জানা গিয়েছে, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় শুস্ক আবহাওয়া থাকবে।
২৯ নভেম্বর দক্ষিণবঙ্গের দুই জেলা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এরপর ১ ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। আগামী ২দিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি পর্যন্ত। এদিকে বৃষ্টির পূর্বাভাসের মধ্যে যেভাবে তাপমাত্রার পারদ নামছে তাতে বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে যে আর বেশি দেরী নেই তা বলাই বাহুল্য।