কলেজে শিক্ষাকর্মী নিয়োগে বিধি প্রস্তুত, অনুমোদনের পথে উচ্চশিক্ষা দফতর

কলকাতা: রাজ্যের বিভিন্ন কলেজে শিক্ষাকর্মী (College Staff) নিয়োগের জন্য অবশেষে প্রক্রিয়া ত্বরান্বিত করল উচ্চশিক্ষা দফতর। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। কলেজ সার্ভিস কমিশনের (CSC) মাধ্যমে…

Kasba-Law-College shut down

কলকাতা: রাজ্যের বিভিন্ন কলেজে শিক্ষাকর্মী (College Staff) নিয়োগের জন্য অবশেষে প্রক্রিয়া ত্বরান্বিত করল উচ্চশিক্ষা দফতর। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। কলেজ সার্ভিস কমিশনের (CSC) মাধ্যমে অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য যে বিধি ২০২২ সালে আইন হিসেবে তৈরি হয়েছিল, তা এতদিনেও বাস্তবায়িত হয়নি। এবার সেই নিয়োগ বিধির খসড়া প্রস্তুত করে পাঠানো হয়েছে রাজ্যের আইন দফতরে চূড়ান্ত অনুমোদনের জন্য।

উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, বিধির অনুমোদন পেলে দ্রুত কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এতে স্বচ্ছতা বজায় থাকবে এবং অরাজনৈতিকভাবে যোগ্য প্রার্থীরা নিয়োগের সুযোগ পাবেন বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।

   

গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন কলেজে অস্থায়ী শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। বিশেষ করে সাউথ ক্যালকাটা ল কলেজে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আরও প্রকাশ্যে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য চাপ বেড়েছে সরকারের উপর।

নতুন বিধি অনুযায়ী, কলেজে অস্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বাধ্যতামূলক করা হয়েছে। এই পদ্ধতিতে রাজ্যের সমস্ত কলেজে নিয়োগের ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি প্রয়োগ করা হবে। বিধি অনুযায়ী, প্রার্থী নির্বাচন হবে মোট নম্বরের ভিত্তিতে এবং সেই তালিকা প্রকাশ করা হবে CSC-এর ওয়েবসাইটে।

Advertisements

কলেজ সার্ভিস কমিশনের ভূমিকা আরও বিস্তৃত হচ্ছে এই প্রক্রিয়ায়। এখন শুধু স্থায়ী শিক্ষকের নিয়োগ নয়, অস্থায়ী শিক্ষক বা শিক্ষাকর্মীর জন্যও CSC-এর মাধ্যমে আবেদনপত্র গ্রহণ, পরীক্ষার আয়োজন, ইন্টারভিউ পরিচালনা ও চূড়ান্ত প্যানেল প্রস্তুতের দায়িত্ব থাকবে কমিশনের হাতে।

উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “শিক্ষার মান বজায় রাখতে হলে স্বচ্ছ নিয়োগ পদ্ধতি অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের অনিয়ম এবার বন্ধ করতে চাই আমরা।” সেই কারণেই আইন দফতরের অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে বিধির খসড়া। অনুমোদন মিললেই জারি হবে বিজ্ঞপ্তি।

রাজ্যের কলেজগুলিতে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে অস্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের পথ অবশেষে খুলতে চলেছে। নিয়োগে রাজনীতির প্রভাব কমিয়ে যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের সুযোগ দেওয়াই এখন সরকারের মূল লক্ষ্য। নতুন বিধি অনুমোদন পেলেই শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া— CSC-এর মাধ্যমে।