বিধানসভায় বিশেষ অধিবেশন, মঙ্গলে পাশ ধর্ষণবিরোধী বিল

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছে বিভিন্ন পেশার মানুষ। সুতরাং তদন্ত ও বিচারের দাবি যত জোরালো হচ্ছে ততই চাপ বাড়ছে…

West bengal government calls for special session to pass anti rape bill at bidhansabha

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছে বিভিন্ন পেশার মানুষ। সুতরাং তদন্ত ও বিচারের দাবি যত জোরালো হচ্ছে ততই চাপ বাড়ছে রাজ্য প্রশাসনের ওপর। এমন অবস্থায় কিছুদিন আগেই মেয়ো রোডের একটি দলীয় সভা থেকে বিধানসভায় ধর্ষণবিরোধী বিল পাশ করার কথা জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। 

রহস্য মৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার এনআইএ কর্তার মেয়ের দেহ

   

তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে বিধানসভায় ধর্ষণবিরোধী বিল পাশ করিয়ে রাজ্যপালের কাছে স্বাক্ষরের জন্য পাঠাবো। তারপর তিনি স্বাক্ষর না করলে রাজভবন ঘেরাও করার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি যে আসলে বিজেপির ঘাড়েই বল ঠেলতে চান তা একরকম বুঝিয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিকমহল।

নতুন মাসে হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, কলকাতার রেট জানেন?

সোমবার সেই লক্ষ্যেই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করা হবে। এমনটাই ব্যবস্থা করতে চলেছে সরকার। আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। এই অধিবেশনে সম্ভবত আনা হতে পারে সেই বিল। আর সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার বিশেষ অধিবেশন যে উত্তাল হতে চলেছে তার আগাম ইঙ্গিত দিয়ে রেখেছে বিজেপি শিবির।

শরতের ঝলমলে আকাশ, দক্ষিণবঙ্গে বাড়বে গরম

এদিন বেলা ২ টোয় বিধানসভা অধিবেশন শুরু হবে। বিধানসভায় সকল বিধায়ককে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দ্রুত বিচার করে অপরাধীর দ্রুত শাস্তি হয়, সেই মর্মেই এই বিলটি পাশ হবে বলে জানা গিয়েছে। তবে এই বিল বিধানসভায় উঠলে অধিবেশন উত্তাল হবে বলে আগাম হুমকি দিয়ে রেখেছে বিজেপি। তাঁদের দাবি, বিলটিতে আরজি করের নির্যাতিতার নাম থাকতে হবে। যদি বিলে তা উল্লেখ না থাকে তাহলে বিধানসভা উত্তাল করবে বিজেপি। পাশাপাশি এদিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা হবে বিধানসভার অধিবেশনে। আগামীকাল বিল পাশ হওয়ার আগে আজকের এই অধিবেশন খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।