শরতের আকাশ ঝলমলে পরিস্কার হলেও আগামী কয়েকদিনে বাড়বে গরম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত কারণে দিনভর অস্বস্তি বজায় থাকবে (Kolkata weather update)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি অন্ধ্র ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়বে। এবং তারফলে আগামীদিনে রাজ্যে বিশেষত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নতুন মাসে ফের মহার্ঘ্য পেট্রোল, কলকাতার রেট জানেন?
সোমবার মূলত পরিষ্কার আকাশ৷ কোথাও সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ হতে পারে। আগামী কয়েক দিনে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি অল্প সময়ের জন্য হতে পারে।
‘অভয়া ক্লিনিক’-এ ব্যাপক সাড়া, প্রতিবাদেও দায়িত্ববোধে অটুট জুনিয়র ডাক্তারেরা
এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বুধবার দুই-তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দলের আত্মসমালোচনার সুর তুলে বিরোধীদের ‘কুরাজনীতি’ নিয়ে সরব কুণাল
তবে দক্ষিণবঙ্গে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।