কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদ একটানা ৩০ ঘন্টার ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। রেড রোডে বিআর আম্বেদকর মূর্তির পাদদেশে সকাল ১১ টা থেকে শুরু হয়েছে ধর্না৷ সেখান থেকেই অদূরে চলছে ডিএ আন্দোলন৷ সরকারি কর্মচারীদের ৪২ টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের উদ্দেশ্যে এবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।
এদিন ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, যে চোর-ডাকাতগুলো চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে ডিএ-র ওখানে বসে রয়েছে। তাঁদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? সব চোর-ডাকাত। আর বড় বড় কথা বলছে বিজেপির গুণ্ডারা। তৃণমূল সুপ্রিমোর সংযোজন, বাম আমলের কোনও ফাইল পাবে না, সব পুড়িয়ে দিয়েছে। একাধিক রাজ্যে পেনশন দেয় না৷ এখন পেনশন নিয়ে একটু নাড়াচাড়া করি?
একইসঙ্গে এদিন চাকরি বিক্রির অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, সবেমাত্র কথা বলতে শিখিয়েছিলাম৷ একাধিকবার হেরেছিল৷ পরে তৃণমূলের টিকিটে জিতিয়েছিলাম৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দেন, যে সমস্ত জেলায় শুভেন্দু অধিকারী দায়িত্বে ছিলেন, সেটাও খতিয়ে দেখা হোক৷ একথা বলতে গিয়ে পুরুলিয়ার প্রসঙ্গ টেনে বলেন, জেলার সমস্ত চাকরি মেদিনীপুরে বিক্রি করে দিয়েছে।
তিনি আরও বলেন, আমি তো এর আগেও ধর্নায় বসেছিলাম। রাজীব কুমারকে যখন তাঁর বাড়িতে গিয়ে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছিল তখনও তো আমি ধর্নায় বসেছিলাম। আমি কেন জয়ললিতাও বসেছিলেন ধরনায়। মুখ্যমন্ত্রী হিসাবে বসেছিলেন। আমি তো তবু পার্টির ব্যানারে করছি। দিন আনা দিন খাওয়া মানুষের টাকা আটকে রাখা হয়েছে। তাদের টাকা আদায় করার জন্য আমি একবার নয় আমি এক কোটি বার ধর্নায় বসব। ওদের কী করার ক্ষমতা আছে আমি দেখতে চাই।