তৃণমূলের গড় ভাঙতে মরিয়া চেষ্টা, ফলপ্রকাশের আগে বিরাট পদক্ষেপ নিল বঙ্গবিজেপি

লোকসভা ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে মসনদে বসার হিসেব! আপাতত বুথ ফেরত সমীক্ষার যা রিপোর্ট, তাতে বিপুল ক্ষমতা নিয়ে ফের মসনদে বসতে চলেছে বিজেপি…

bjp-leader-suvendu-adhikari-heard-derogatory-slogans-about-him-in-nandigram

লোকসভা ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে মসনদে বসার হিসেব! আপাতত বুথ ফেরত সমীক্ষার যা রিপোর্ট, তাতে বিপুল ক্ষমতা নিয়ে ফের মসনদে বসতে চলেছে বিজেপি তথা এনডিএ জোট। অর্থাৎ প্রধানমন্ত্রী পদে ফের বসতে চলেছেন নরেন্দ্র মোদী। আর এই আবহে পশ্চিম বাংলায় ফের উজ্জীবিত বঙ্গবিজেপি। বুথ ফেরত সমীক্ষার যা হিসেব তাতে বঙ্গে বিজেপি প্রায় ২০-এর উপর আসন পেতে চলেছে। শুধু তাই নয়, ভোট হারের শতাংশও বাড়তে চলেছে বঙ্গ বিজেপির। আর এই আবহে ফের নির্বাচন কমিশনের দারস্থ হতে চলছে বঙ্গ বিজেপি, তাঁদের দাবি মথুরাপুর এবং ডায়মন্ডহারবারের বেশ কিছু জায়গায় পুননির্বাচন করতে হবে।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার কেন্দ্রের ৪০০-র বেশি বুথে এবং মথুরাপুর কেন্দ্রের ১২টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল পদ্মশিবির। বিজেপির দাবি, ওই বুথগুলিতে ভোটগ্রহণ স্বচ্ছ ভাবে হয়নি। অনেক বুথে অবাধে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। অভিযোগ, ভুয়ো ভোটও পড়েছে অনেক বুথে। কোনও কোনও বুথে কারচুপি হয়েছে সিসি ক্যামেরায়। বিজেপির তরফে আরও জানা গিয়েছে যে বিজেপির তরফে যে বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে, তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতার সব ক’টি বুথ। বজবজ, মহেশতলা বিধানসভা এলাকারও বহু বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে। কারচুপির অভিযোগ তোলা হয়েছে মথুরাপুর কেন্দ্রের সাগরের একাধিক বুথেও।

   

প্রসঙ্গত ভোট শেষ হতেই শনিবার সাংবাদিক সম্মেলন করে এইকথা জানিয়েছিলেন বঙ্গ বিজেপির সেনাপতি শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে যে ওই দুই কেন্দ্রের তরফে বিজেপির শিশির বাজোরিয়া এই আবেদন জানিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপি তৃণমূলকে একচুলও জমি ছেড়ে দিতে নারাজ, তাই তারা কোমর বেঁধে মাঠে নেমেছে। যতটা সম্ভব তৃণমূলকে চাপে রাখার চেষ্টা করছে বিজেপি।