West Bengal ”এরা সবাই জন্মগত বোদ্ধা” মন্তব্য বিচারপতির

  রাজ্য কো অর্ডিনেশন কমিটির মিছিল আটকাতে গিয়ে ধাক্কা খেল রাজ্য সরকার( WEST BENGAL)। কেন্দ্রীয় হারে ডিএ চেয়ে মিছিলের অনুমতি চেয়েছিল রাজ্য কো অর্ডিনেশন কমিটি…

Calcutta High Court

 

রাজ্য কো অর্ডিনেশন কমিটির মিছিল আটকাতে গিয়ে ধাক্কা খেল রাজ্য সরকার( WEST BENGAL)। কেন্দ্রীয় হারে ডিএ চেয়ে মিছিলের অনুমতি চেয়েছিল রাজ্য কো অর্ডিনেশন কমিটি এবং সেই অনুমতিতে সম্মতি জানিয়েছিল রাজা শেখর মান্থার বেঞ্চ। কিন্তু এই বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য। তবে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার মামলাটির শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। তিনি রাজ্য সরকারের আবেদন খারিজ করে আগের রায় পুনর্বহাল রাখতে নির্দেশ দেন এবং একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। লুচি, আলুপোস্ত আর মিষ্টি দইয়ের মতো মিটিং, মিছিল বাঙালি সংস্কৃতির অঙ্গ।

Advertisements

এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি আরও যোগ করেন যে, ”এক লাইনে মিছিল করতে হবে। মিছিল শেষে কেবলমাত্র একজন বক্তব্য রাখতে পারবেন। শান্তিপূর্ণ মিছিল করতে হবে, মিছিল যেন কোথাও দাঁড়িয়ে না যায়।”

প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মিছিল হাওড়া রেল মিউজিয়ামের সামনে জমায়েত হওয়ার কথা এবং দুপুর একটায় হাওড়া রেল মিউজিয়াম থেকে মিছিল শুরু হবে।
সবশেষে বিচারপতি মিছিল প্রসঙ্গে বলেন, ”এখানে সবাই জন্মগত যোদ্ধা ”। উল্লেখ্য এই মুহূর্তে রাজ্য সরকারী কর্মচারীদের সঙ্গে কেন্দ্র সরকারী কর্মীদের ডিএ ফারাক ৩৬ শতাংশ।