Weather Warning: কলকাতা থেকে রাজ্য, দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা

weather warning kolkata

নিউজ ডেস্ক, কলকাতা: সোমবার দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে পূবালি হাওয়ার দাপটে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে। রবিবার রাত থেকেই বইছে ঝড়ো হাওয়া।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। এখানে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি ও তার জেরে ধস নামতে পারে পাহাড়ে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় ভারী বৃষ্টি হবে। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisements

এদিন সকালে কলকাতার তাপমাত্রা নেমে এসেছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১৫.৭ মিলিমিটার।