Weather: লক্ষ্মীবারে স্বস্তির বৃষ্টি কি নামবে কলকাতায়? জেনে নিন আবহাওয়ার আপডেট

নতুন মাসের দ্বিতীয় দিন থেকে যেন আগুন ঝরাচ্ছে সূর্য। বৃহস্পতিবার সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি হয়ে গিয়েছে সকলের। এখনও আগামী শুক্রবার অবধি জ্বালাপোড়া গরমে পুড়তে হবে সাধারণ রাজ্যবাসীকে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও আজ সারাদিন কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে সে বিষয়ে কিছু জানেন? বৃষ্টি হবে নাকি আরও গরম বাড়বে? জেনে নিন।

আজ দক্ষিণবঙ্গের বহু জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। এছাড়া বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকাল শুক্রবার তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দুই এক জায়গায়। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে।তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  

   

এদিকে আজ সারাদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে জানেন? আজ বৃষ্টি নিয়ে হলুদ সতর্কতা জার করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এই জেলাগুলিতে বৃষ্টি তো হবে কিন্তু সেইসঙ্গে দোসর হবে উষ্ণ এবং আদ্র আবহাওয়া। আজ বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন