অষ্টমীর সন্ধ্যাও ভেস্তে দিতে পারে বৃষ্টি! কী জানাচ্ছে হাওয়া অফিস

আজ মহাষ্টমী। কচিকাচা থেকে শুরু করে বড়রাও মায়ের কাছে অঞ্জলি দেন। তাই বৃষ্টি শুরু হয়ে গেলে শাড়ি পরে অঞ্জলি দেওয়া একেবারে মাটি হয়ে যেতে পারে।…

Today Kolkata Weather Update

আজ মহাষ্টমী। কচিকাচা থেকে শুরু করে বড়রাও মায়ের কাছে অঞ্জলি দেন। তাই বৃষ্টি শুরু হয়ে গেলে শাড়ি পরে অঞ্জলি দেওয়া একেবারে মাটি হয়ে যেতে পারে। তাই সকলের মনে একটাই চিন্তা কেমন থাকবে আবহাওয়া (Weather Update)। যদিও সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির দেখা নেই। শরতের আকাশ। যদিও হাওয়া অফিসের খবর (Weather Update) অনুযায়ী, সপ্তমীর দিন ভ‌্যাপসা গরম থাকলেও বৃষ্টির দেখা মেলেনি।

পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অষ্টমীতেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দফতরের সর্বশেষ যে আপডেট মিলেছে(Weather Update), তাতে চলতি সপ্তাহের একেবারে শেষ অবধি অর্থাৎ দুর্গাপুজোর শেষ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ, শুক্রবার মূলত পরিষ্কার আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের (Weather Update) উপরে এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে।সপ্তমীর দিনেও রাজ্যের কোথাও ভারী দুর্যোগ (Weather Update) দেখা যায়নি।

   

আজও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর(Weather Update)। এমনকী পুজোর মধ্যে নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্তের কোনও রকম সম্ভাবনা নেই। উৎসবের দিনগুলিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ থাকবে মেঘ-মুক্ত আকাশ। বরং বেলা বাড়লে রোদের তেজ বাড়লে গরমের অস্বস্তি বাড়তে পারে। সুতরাং এবারের দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তবে দক্ষিণে বৃষ্টির না মিললেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।