Durga Puja: দুর্গা পুজোর আনন্দে জল ঢালবে মেঘাসুর ঘূর্ণাবর্ত

অসুরনাশিনী দেবী দুর্গা (Durga Puja) আসছেন। তাঁর পদতলে বর্শা বিদ্ধ মহিষাসুর থাকবেন। এ তো ধর্মীয় সত্য। দুর্গা আরাধনায় মেতে উঠবে বঙ্গ জীবন। চলছে প্রস্তুতি। সবার অলক্ষে তৈরি হচ্ছে মেঘাসুর়ও। তার লক্ষ্য উৎসবের আনন্দে জল ঢেলে (Rain Alert) দেওয়া। আসলে এই রূপকের আবহাওয়া বিজ্ঞানের হিসেব বলছে একটি ঘূর্ণাবর্ত জন্ম নিতে চলেছে।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের সতর্কবার্তা, উত্তরপূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার প্রভাবেই সপ্তমী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উৎসবের একেবারে চূড়ান্ত সময় অর্থাত সপ্তমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Advertisements

আগামী শনিবার ও রবিবারে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। আবহাওয়াবিদদের একাংশের মতে, ঘূর্ণাবর্তটি উপকূলীয় জেলাগুলির উপর দিয়ে ওড়িশার দিকে যাবে। এর ফলে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা।আর ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি হতে পারে।