সোমবার কলকাতা সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চোখে পড়লেও আজ অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার (Weather Update) অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার আবহাওয়ার কী পরিবর্তন হতে চলেছে তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা, হাওড়াতে বৃষ্টির প্রায় আশঙ্কা নেই বললেই চলে।
আগামী সাত দিন এই দুই জায়গায় এমন পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হুগলি ও উত্তর ২৪ পরগনায় কাল বৃষ্টিপাত হলেও আজ বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জেলাগুলোতে আজ ৭ থেকে ২০ সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
এছাড়াও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেখানেও আজ ৭ থেকে ২০ সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। কিন্তু বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ সেরকম বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আজ, ১০ সেপ্টেম্বর মহানগরীতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং ৩০.৩৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৮৩% এবং বাতাসের গতিবেগ থাকবে ৮৩ কিমি/ঘন্টা। আপাতত কলকাতায় কদিন এরকমই আবহাওয়া দেখা যাবে।
বুধবার, হুগলী, দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, ও বীরভূমে দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে বুধবার থেকে ৭ থেকে ১১ সেন্টিমিটারের বৃষ্টি দেখা যেতে পারে বেশ কিছু জায়গায়।