একুশে জুলাইকে ঘিরে শহরে ভিড় উপচে পড়েছে। কাতারে কাতারে রেলপথ, সড়কপথের মাধ্যমে শহরে ঢুকছেন মানুষ। এরই মাঝে শহরে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সেইসঙ্গে কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ। বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাও।
এদিকে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।