শ্রাবণের বৃষ্টিতে ভিজতে পারে একুশের সমাবেশ

একুশে জুলাইকে ঘিরে শহরে ভিড় উপচে পড়েছে। কাতারে কাতারে রেলপথ, সড়কপথের মাধ্যমে শহরে ঢুকছেন মানুষ। এরই মাঝে শহরে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা…

short-samachar

একুশে জুলাইকে ঘিরে শহরে ভিড় উপচে পড়েছে। কাতারে কাতারে রেলপথ, সড়কপথের মাধ্যমে শহরে ঢুকছেন মানুষ। এরই মাঝে শহরে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সেইসঙ্গে কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ। বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাও।

এদিকে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।